টেক বার্তা

Royal Enfield এর প্ল্যান Hero-র অসুবিধা বাড়িয়েছে, মাত্র ২৫ হাজারে পাওয়া যাচ্ছে Hunter 350

বর্তমানে ভারতীয় মার্কেটে বিভিন্ন কোম্পানির বাইক এর মধ্যে প্রতিযোগিতা রয়েছে ব্যাপক। একের পর এক নতুন বাইক লঞ্চ করে গ্রাহকদের মন জয় করে নিতে চাইছে বিভিন্ন কোম্পানি। তবে ৩৫০ সিসি সেগমেন্টে Royal Enfield এমন একটি বাইক লঞ্চ করেছে যা মন জয় করে নিয়েছে বিভিন্ন বয়সের মানুষের। আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আজকের এই প্রতিবেদনে Royal Enfield Hunter 350 বাইকের কথা বলা হচ্ছে। বর্তমানে এই বাইকটি কোম্পানির দ্বিতীয় সর্বাধিক বিক্রিত বাইকের জায়গা দখল করেছে। কেউ যদি ক্রুজার বাইক কিনতে চান, তাহলে এই বাইক আপাতত মার্কেটের বেস্ট অপশন আপনার কাছে।

আপনাদের জানিয়ে রাখি যে Royal Enfield Hunter 350 এর দাম শুরু হচ্ছে ১.৭৩ লক্ষ টাকা থেকে। আপনার কাছে যদি বর্তমানে এত টাকা না থাকে, তাহলে চিন্তার দরকার নেই। আপনি এই বাইক কিনতে চাইলে কোম্পানি বর্তমানে দিচ্ছে ব্যাপক আকর্ষণীয় EMI প্ল্যান। এটি কিনতে আপনাকে মাত্র ২৫ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে। তারপর ১২% সুদের হারে লোন পাবেন। সেক্ষেত্রে আপনাকে মাসিক ৫৬০০ টাকা করে EMI দিতে হবে ৩ বছরের জন্য। এমন আকর্ষণীয় লোনের স্কিম হিরোর মত কোম্পানিও দিতে পারে না। এমন স্কিমের ফলে অনেকেই তাদের স্বপ্নের Royal Enfield Hunter 350 কিনতে পারবেন।

Royal Enfield Hunter 350 একটি ৩৪৯.৩৪ cc BS6 OBD কমপ্লায়েন্ট সিঙ্গেল সিলিন্ডার এয়ার/অয়েল কুলড ইঞ্জিন দ্বারা চালিত। যা ৬১০০ rpm-এ ২০.২ bhp শক্তি এবং ৪০০০ rpm-এ ২৭ Nm পিক টর্ক জেনারেট করে। এই ইঞ্জিনটি Classic 350 এবং Meteor 350-এর মতো একই J প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি। বেস ভেরিয়েন্টে এর সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পেছনের চাকায় ড্রাম ব্রেক যুক্ত করা হয়েছে যাতে সিঙ্গেল চ্যানেল ABS আছে। এর সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার ব্যাপক আকর্ষণীয়। তাই আপনি যদি এই বাইক কেনার প্ল্যান করেন তাহলে এই EMI প্ল্যান সমন্ধে ভেবে দেখতে পারেন।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

‘Burn’ Review: Nihilistic Shinjuku Odyssey Leaves a Lasting Mark

Makoto Nagahisa’s latest film Burn premiered at the 2026 Sundance Film Festival, delivering a haunting…

January 26, 2026

RHCP Bombshell: Producer Says Anthony Kiedis Can’t Hear Pitch — Is He Really Tone Deaf?

The Red Hot Chili Peppers are one of the most successful rock bands of all…

January 26, 2026

Anna Kendrick Opens Up About College Insecurities

Anna Kendrick is opening up about the insecurities she faced when she chose acting over…

January 26, 2026

SNL Cold Open Mocks Trump’s Obsession With Awards

Saturday Night Live took aim at President Donald Trump’s fixation on prizes and recognition in…

January 26, 2026

Teyana Taylor Learns of Oscar Nomination During SNL Bald Cap Fitting

Teyana Taylor’s journey to her first Academy Award nomination came with an unexpected twist —…

January 26, 2026

Donny and Marie Osmond: Inside Their Bond With Seven Brothers

Donny and Marie Osmond rose to fame in 1976 with their hit variety show Donny…

January 25, 2026