দেশনিউজ

বাজারে নতুন রূপে আসবে 100 টাকার নোট, তথ্য দিয়েছে RBI

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বার্নিশযুক্ত নতুন ১০০ টাকার নোট বাজারে আনতে চলেছে

Advertisement

আপনার পকেটে থাকা ১০০ টাকার নোট কি সহজেই ছিঁড়ে যায়? জলেতে ভিজে গেলে কি নষ্ট হয়ে যায়? চিন্তা নেই! খুব শীঘ্রই আপনার হাতে আসতে চলেছে অদম্য নতুন ১০০ টাকার নোট! রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI বার্নিশযুক্ত নতুন ১০০ টাকার নোট বাজারে আনতে চলেছে। এই নোটের বিশেষত্ব অনেক। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নতুন নোটে বার্নিশের প্রলেপের কারণে এই নোট ছিঁড়বে না বা জলে ভিজে নষ্ট হবে না। তাই এই নোট দীর্ঘস্থায়ী হবে। এছাড়াও এই নোট বেশ নিরাপদ। এতে জাল নোট তৈরি করা কঠিন হবে। এই নোটের আকার এখনকার মত হবে। এই নোটের রং হবে বেগুনি। এই নোটে আগের মতই মহাত্মা গান্ধীর ছবি, অশোক স্তম্ভ, স্বাক্ষর ইত্যাদি থাকবে। এই নোটের আগের তুলনায় দ্বিগুণ টেকসই হবে। ইতিমধ্যেই এই নোটের ট্রায়াল হয়েছে। আসতে আসতে এই নতুন নোট পুরনোর সাথে প্রতিস্থাপন করা হবে।

রিজার্ভ ব্যাঙ্ক নোটগুলিকে এমনভাবে ডিজাইন করতে চায় যাতে অন্ধরাও তাদের ধরে রেখে চিনতে পারে। প্রতিবেদনে আরবিআই জানিয়েছে, অন্ধদের সুবিধার্থে ভারতীয় মুদ্রায় অনেক ব্যবস্থা করা হয়েছে। আরবিআই-এর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অনেকে। তাদের মতে, নতুন নোট টেকসই ও নিরাপদ হবে। তবে, কিছু উদ্বেগও রয়েছে। নতুন নোট ছাপাতে অতিরিক্ত খরচ হবে। সামগ্রিকভাবে, নতুন নোট বাজারে আসার ফলে নোট পরিচালনার ব্যবস্থা উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Back to top button