১ মে থেকে অনেক বড় পরিবর্তন ঘটতে চলেছে, ব্যাঙ্ক চার্জ থেকে LPG সিলিন্ডারে সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের পকেটে
ক্রেডিট কার্ড রাখা এখন আগের থেকে হবে অনেক বেশি ব্যয়বহুল
পহেলা মে থেকে ভারতের অনেক আর্থিক নিয়মে পরিবর্তন আসতে চলেছে। এবারে সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেট এর উপরে। ভারতের একাধিক বড় বেসরকারি ব্যাংক, আইডিএফসি ফাস্ট ব্যাংক ইয়েস ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ড ট্রানজাকশনের উপরে অতিরিক্ত চার্জ আরো করতে চলেছে মে মাসের প্রথম দিন থেকে। ক্রেডিট কার্ড রক্ষণাবেক্ষণের ফি বাড়তে চলেছে এই সমস্ত ব্যাংকের। এছাড়াও বিভিন্ন পরিষেবার উপরে যুক্ত হতে চলেছে সার চার্জ। অর্থাৎ এখন, ক্রেডিট কার্ডের মাধ্যমে বিমানবন্দরের লাউঞ্জে প্রবেশের নিয়মে হতে চলেছে পরিবর্তন। সঙ্গেই এখন বিমানবন্দরে ক্রেডিট কার্ড দিয়ে ট্রানজাকশন করা হতে চলেছে আরো বেশি ব্যয়বহুল।
এছাড়াও ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন আসতে চলেছে মে মাসের প্রথম দিন থেকেই। এখনো পর্যন্ত জানা যায়নি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বাড়বে নাকি কমবে, তবে মে মাসে কিন্তু এই সিলিন্ডারের দাম পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বেশ কিছু নিয়মে হতে চলেছে পরিবর্তন। সেভিংস অ্যাকাউন্টে এবার থেকে নূন্যতম ২৫ হাজার টাকা রাখতে হবে বলে জানিয়েছে ইয়েস ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ইয়েস ব্যাংকের ওয়েবসাইট অনুসারে এবার থেকে সেভিংস ব্যাংক একাউন্টের গড় জমার পরিমাণ পরিবর্তিত হতে চলেছে। প্রো ম্যাক্স অ্যাকাউন্টে এবার থেকে ন্যূনতম ৫০০০০ টাকা রাখতে হবে। অন্যদিকে সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা।
আইডিএফসি ফাস্ট ব্যাংক ক্রেডিট কার্ড দিয়ে বিল পরিশোধ করার ক্ষেত্রে বিষয়টা অনেকটা ব্যয়বহুল করে তুলেছে। ফোন বিদ্যুৎ গ্যাস ইন্টারনেট পরিষেবা কেবিল সার্ভিস জলের বিল সব ক্ষেত্রেই এবারে বেশি টাকা আপনার খরচ হতে চলেছে। ফার্স্ট প্রাইভেট ক্রেডিট কার্ড, এলআইসি ক্লাসিক ক্রেডিট কার্ড, এলআইসি সিলেক্ট ক্রেডিট কার্ড এগুলোতে এই নিয়ম প্রযোজ্য না হলেও, অন্যান্য নিয়মের ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। এর পাশাপাশি আইসিআইসিআই ব্যাংক তাদের পরিষেবা চার্জের নিয়ম পরিবর্তন করে ফেলেছে। সঙ্গে এইচডিএফসি ব্যাঙ্কও তাদের নিয়মে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে।