ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

RuPay UPI: খুব সহজেই ইউপিআই ব্যবহার করুন ক্রেডিট কার্ডের মাধ্যমে, সহজ ৫টি স্টেপে কিভাবে করবেন এই কাজ?

খুব সহজে আপনারা এসবিআই রূপে কার্ডের মাধ্যমে ইউপিআই কানেক্ট করতে পারছেন এখন

Advertisement

মোবাইল পেমেন্ট প্রযুক্তি যত দ্রুতহারে ভারতে উন্নতি করতে শুরু করেছে তা হয়তো বিশ্বের অন্য কোন দেশে করেনি। ভারতের ইউনিফাই পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই এখন সমস্ত লেনদেনে ব্যবহার করা হচ্ছে। খুব দ্রুত নিরাপদ এবং সহজ ব্যাংকিংয়ের জন্য সবাই এই ইউপিআই ব্যবহার করছেন। একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনেকগুলি ব্যাংকিং প্লাটফর্ম একসাথে কাজ করতে পারে। ভারতের ইউপিআই যে কতটা উন্নত হয়ে উঠেছে সেটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। আর এবারে সম্প্রতি একটি নতুন সুবিধা চালু হয়েছে ইউপিআই অ্যাপ্লিকেশনে যার মাধ্যমে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে ইউপিআই লেনদেন করতে পারবেন।

ইউপিআই এর মাধ্যমে ক্রেডিট কার্ড লেনদেনের সুবিধা ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে। তবে এই সুবিধা প্রতিটি ক্রেডিট কার্ডে এখনো পর্যন্ত উপলব্ধ হয়নি। এই সুবিধা শুধুমাত্র রূপে ক্রেডিট কার্ডের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। অনেকের কাছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রূপে ক্রেডিট কার্ড আছে কিন্তু তারা জানেন না কিভাবে ইউপিআই এর সাথে এই ক্রেডিট কার্ড লিঙ্ক করাতে হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক স্টেট ব্যাংকের রূপে ক্রেডিট কার্ডকে কিভাবে আপনি ইউপিআই এর সাথে লিঙ্ক করতে পারবেন।

১. প্রথমত আপনাকে ইউপিআই অ্যাপ্লিকেশন, ডাউনলোড করতে হবে। আপনি ভিম ইউপিআই, গুগল পে, পেটিএম, ফোনপে, আমাজন পে যেকোনো ইউপিআই অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন।

২. এরপর আপনাকে একটি ইউপিআই প্রোফাইল তৈরি করতে হবে এবং এর জন্য আপনাকে আপনার নাম, ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে হবে।

৩. এরপরে আপনাকে মাই অ্যাকাউন্ট বা ব্যাংক একাউন্টে গিয়ে sbi রূপে ক্রেডিট কার্ডের সমস্ত তথ্য দিতে হবে এবং তারপর CVV নম্বর ইন্টার করতে হবে।

৪. এরপর সমস্ত তথ্য প্রবেশ করা হয়ে গেলে আপনার অ্যাপ সরাসরি আপনার পক্ষ থেকে আপনার ব্যাংকের কাছে একটি মেসেজ পাঠাবে যার মাধ্যমে আপনার সমস্ত ডিটেইলস যাচাই করা হবে।

৫. যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি একটি ওটিপি পেয়ে যাবেন। এই ওটিপি অ্যাপে প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে আপনার কার্ড লিঙ্ক করার প্রক্রিয়া সম্পন্ন হবে।

Related Articles

Back to top button