কলকাতানিউজরাজ্য

সুখবর! এবার রাশিয়ার করোনা ভ্যাকসিনেরট্রায়াল শুরু হতে চলেছে এ রাজ্যে

Advertisement

কলকাতা: দেশ জুড়ে চলছে উৎসবের মরশুম। আর এমন সময় রাজ্যে করোনা পরিস্থিতি বেশ সঙ্কটজনক। যদিও এখন চার হাজারের নিচে দৈনিক সংক্রমণ নেমেছে, তবুও খুব একটা নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। এমন সময় সুখবর এল রাজ্যে। এবার পশ্চিমবঙ্গে করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হতে চলেছে। তবে সেটা এ দেশের তৈরি কোনও ভ্যাকসিন নয়। একেবারে রাশিয়ার ‘স্পুটনিক ভি’ করোনার ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল হবে এ রাজ্যে। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরেই ট্রায়াল পর্ব শুরু হবে বলে খবর পাওয়া গিয়েছে।

প্রথমে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে এই ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হবে এমনটাই দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। রাশিয়ার এই ভ্যাকসিন দেশ জুড়ে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালের অনুমতি ইতিমধ্যেই দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে ১০০ জনের ওপর ট্রায়াল হবে। সেক্ষেত্রে এ রাজ্যে ১০ থেকে ১২ জনের ওপর এই রাশিয়ান ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল করা হতে পারে বলে জানাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

দেশ জুড়ে ‘ডক্টর রেড্ডি ল্যাবরেটরিজ লিমিটেড’ নামক সংস্থা রাশিয়ান এই ভ্যাকসিনের হিউম্যান ট্রা‌য়ালের অনুমতি পেয়েছে। তাদের তরফ থেকে কলকাতায় ক্লিনিক্যাল ট্রায়াল জন্য ‘সিনিমেড লাইফ সাইন্সেস প্রাইভেট লিমিটেড’ নামক একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সংস্থার বিজনেস ডেভেলপমেন্ট হেড স্নেহেন্দু কোনার এ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা সাগর দত্ত হাসপাতালের এথিক্স কমিটির কাছে প্রস্তাব পাঠাচ্ছি। এথিক্স কমিটি সেই প্রস্তাবে অনুমোদন দিলে স্বাস্থ্য দফতরের কাছে পাঠানো হবে। স্বাস্থ্য দফতরের অনুমোদন পেলেই নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই আমরা এই রাশিয়ান ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল বা হিউম্যান ট্রায়াল শুরু করতে পারব বলে আশা করতে পারছি।’

Related Articles

Back to top button