অবশেষে আজ বিজেপিতে যোগ দিলেন রাজারহাট-নিউটানের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। কথামত আজ কিছুক্ষণ আগেই দিলীপ ঘোষের হাত থেকে বিজেপি পতাকা গ্রহণ করেন তিনি। প্রাক্তন বিধাননগর মেয়র সব্যসাচী দত্তকে উত্তরীয় পরিয়ে গেরুয়া শিবিরে স্বাগত জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
উত্তরীয় পরিয়ে দেন বিজেপির পশ্চিমবঙ্গ পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়ও। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গেরুয়া শিবিরে যোগ দিয়ে সব্যসাচী বলেন, “বাংলা পাকিস্তানের অংশে পরিণত হয়েছে। আমরা বাংলাকে পাকিস্তানের অংশ হতে দেব না। ” একই সঙ্গে তিনি আরও বলেন, “বিজেপিতে যোগ দিয়ে গর্ববোধ করছি। যাঁরা পাশে থেকে ভারতের বুকে ছুরি মারছে, ভারতকে টুকরো করতে চাইছে তাদের পাশে আমরা নেই।
অমিতজির কাছে অনুরোধ তিনি ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করে জম্মু-কাশ্মীর ঠান্ডা করেছেন, এবার বাংলাকেও ঠান্ডা করে দিন। বাংলাকে বাঁচান, বাঙালিকে বাঁচান।”