Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শচীনের আরও কয়েক বছর খেলা উচিত ছিল, বললেন প্রাক্তন পাকিস্তানী অধিনায়ক ইনজামাম

শচীনের আরও কয়েক বছর খেলা উচিত ছিল বলে মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ব্যাটসম্যান ইনজামাম উল হক। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে একথা বলেন ইনজামাম। ২০১০ সালে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে…

Avatar

শচীনের আরও কয়েক বছর খেলা উচিত ছিল বলে মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ব্যাটসম্যান ইনজামাম উল হক। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে একথা বলেন ইনজামাম। ২০১০ সালে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিশতরান করেছিলেন শচীন। ২৪ ফেব্রুয়ারি ছিল সেই অনন্য কৃতিত্বের ১০ বছর পূর্তি। সেই উপলক্ষে নিজের ইউটিউব চ্যানেলে শচীনকে নিয়ে নিজের মুগ্ধতার কথা বলেন ইনজামাম। সেখানেই তিনি বলেন, ‘২০১৩ সালে অবসর নেয় শচীন, কিন্তু ওর আরও কয়েক বছর খেলা উচিত ছিল।’

ইনজমাম বলেন, ‘ক্রিকেট খেলার জন্যই শচীনের জন্ম হয়েছে। মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ওর। সেখান থেকে কতকিছুই না করেছে শচীন। আমি মনে করি শচীন আর ক্রিকেট একে অপরের পরিপূরক।’ এরপর পাকিস্তানের বিপক্ষে মাত্র ১৬ বছর বয়সে শচীনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার প্রসঙ্গে ইনজামাম বলেন, ‘কথাটা মুখে বলা যতটা সহজ কাজে কিন্তু না। অত ছোট বয়সে ওয়াকার, ওয়াসিমের মতো বোলারদের সামলেছে শচীন। এটা যথেষ্টই কৃতিত্বের কথা।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : প্রথম টেস্টে হার ভারতের, দ্বিতীয় টেস্ট অশ্বিনের পরিবর্তে খেলতে দেখা যেতে পারে এই ক্রিকেটারকে

শুধু ব্যাটসম্যান শচীনের প্রশংসা করেই থেমে থাকেননি ইনজামাম। বোলার শচীনের প্রশংসাও করেছেন তিনি। ইনজামাম বলেন, জীবনে অনেক বোলারের লেগস্পিনই খেলেছি। কিন্তু শচীনের লেগস্পিন খেলতে বারবারই সমস্যায় পড়েছি। ও খুব ভালো অফস্পিন, লেগস্পিন, মিডিয়াম পেস করতে পারতো। ইনজামামের মতে শচীনের মধ্যে আরও অনেকদিনের খেলা বাকি ছিল।

About Author