Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সাত বছর পর ফের ব্যাট হাতে মাঠে সচিন তেন্ডুলকর

Updated :  Sunday, February 9, 2020 6:34 PM

২০১৩ সালে তিনি যখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন, সারা ভারতবর্ষ কেঁদেছিল। সেই তিনি, সচিন তেন্ডুলকর আজ আবার ব্যাট হাতে মাঠে নামলেন দীর্ঘ সাত বছর পরে। অস্ট্রেলীয় মহিলা ক্রিকেট দলের সদস্য অলরাউন্ডার এলিস পেরির ডাকে সাড়া দিয়ে অস্ট্রেলিয়ায় হয়ে যাওয়া ভয়ঙ্কর দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য এক ওভার ব্যাট করলেন তিনি। এই এক ওভার ব্যাট করা থেকে যা আয় হবে তার সমস্তটাই যাবে দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যর্থে।

দাবানলে সাহায্যের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটাররা অংশ নেন। সেখানেই এই ম্যাচ শুরু হওয়ার আগে ছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মহিলা দলের মধ্যে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ। সেই ম্যাচেই প্রথম ইনিংসের শেষে অস্ট্রেলীয় মহিলা দলের অলরাউন্ডার এলিস পেরির বিরুদ্ধে এক ওভার ব্যাট করেন তিনি। সাত বছর পর ব্যাট করতে নেমেও সেই পুরানো সচিনকে দেখা গেলো। কভার ড্রাইভ, লেগ গ্ল্যান্স মারলেন এই এক ওভারে।

আরও পড়ুন : হাড্ডাহাড্ডি লড়াই করে সিরিজ হারল ভারত

ক্রিকেট অস্ট্রেলিয়া আয়োজিত এই প্রদর্শনী ম্যাচে পন্টিং একাদশের কোচ হয়েছিলেন সচিন। নিজে না খেলার সিদ্ধান্ত নেন। কিন্তু অস্ট্রেলীয় মহিলা অলরাউন্ডার এলিস পেরি তাঁকে টুইটারে অনুরোধ করেন, দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য তার বিরুদ্ধে এক ওভার খেলার জন্য। সেই কথা রাখতেই আজ ইনিংস বিরতিতে এক ওভার তার এলিস পেরির বিরুদ্ধে খেললেন লিটল মাস্টার।