দীর্ঘ প্রতীক্ষার পর শেষমেষ বেতন বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের। দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন সরকারি কর্মচারীরা। কিন্তু এবিষয়ে মোদি সরকারের তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। যা নিয়ে ক্ষোভ দেখিয়েছেন সরকারি কর্মচারহল।
অবশেষে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। দশেরার আগেই এই বিষয়ে ঘোষণা করতে পারে মোদি সরকার।
২০১৯ সালে লোকসভা নির্বাচনে মোদি সরকারের জয়লাভের পেছনে সরকারি কর্মচারীদের বড়সড় হাত ছিল। ফলে মনে করা হয়েছিল আর্থিক বাজেটে সরকারি কর্মচারীদের চাওয়া-পাওয়া পূরন করা হবে। কিন্তু এসব শুধু আশামাত্র।
সুত্রের খবর, সরকারি কর্মচারীদের ১৮ হাজার টাকা নূন্যতম বেতন। কর্মচারীরা ভেবেছিল দ্রুত সপ্তম বেতন কমিশনের সুপারিশকে মান্যতা দেবে মোদি সরকার। অর্থাৎ কর্মচারীদের বেতন ৮০০০ টাকা বৃদ্ধি হতে পারে। অর্থাৎ একধাক্কায় ২৬০০০ হয়ে যেতে পারে বেতন।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, ইতিমধ্যে সরকারি কর্মীদের নূন্যতম বেতন বৃদ্ধি নিয়ে রাজনাথ সিং কেন্দ্রীয় স্তরে আলোচনে করেছেন। সেই বৈঠকে অর্থমন্ত্রকের আধিকারিকরাও উপস্থিত ছিলেন বলে এক খবরে বলা হয়েছে। জানা যাচ্ছে যে দশেরার আগে বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে সরকারি কর্মচারীদের।