আবারো বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার বড় ষড়যন্ত্র করল লরেন্স বিষ্ণই গ্যাং। Ak-47, M-16 এর মতো বড় অস্ত্র নিয়ে সালমানের বাড়িতে হামলার প্রস্তুতি নিচ্ছিল এই দুষ্কৃতি দলটি। সালমান খানকে হত্যা করার জন্য পাকিস্তান থেকে অস্ত্র আনানোর প্রস্তুতি নিয়েছিল তারা। এর জন্য পাকিস্তানের একজন বড় অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে কথাবার্তা চলছিল এই দুষ্কৃতি দলের। নিরাপত্তা সংস্থা এবং পুলিশ ইতিমধ্যেই এই ষড়যন্ত্রের গন্ধ পেয়ে এই দুষ্কৃত দলটিকে ধরেছে ঠিকই তবে এই বিপদজনক উদ্দেশ্য এখনো পর্যন্ত যে পুরোপুরিভাবে নস্যাৎ হয়ে গিয়েছে সেটা বলা যায় না। লরেন্স বিষ্ণই গ্যাংয়ের তরফ থেকে সালমান খানের ফার্ম হাউসের উপরে বহুদিন ধরে লক্ষ্য রাখা হচ্ছিল। এই ফার্ম হাউসে হামলা চালানোর কথা ছিল এই দুষ্কৃতী দলের। পাকিস্তান থেকে অস্ত্র আমদানি করে সালমান খানের গাড়ি এবং ফার্ম হাউসে হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল। এই একই ভাবে বড় এবং আধুনিক অস্ত্র দিয়ে সিধু মুসেওয়ালাকে হত্যা করেছিল এই গ্যাং। সেই এফআইআর কপিতে স্পষ্টভাবে লেখা রয়েছে, সালমান খানকে হত্যা করার জন্যও এই একই অস্ত্র ব্যবহার কথা ছিল তাদের।
ইতিমধ্যেই নবী মুম্বাই পুলিশ এই দুষ্কৃতি দলের চারজনকে গ্রেফতার করেছে। ইতিমধ্যেই এই চারজনকে চিহ্নিত করা হয়েছে। এই চারজন হলেন ধনঞ্জয় সিং তপে ওরফে অজয় কাশ্যপ, গৌরব ভাটিয়া ওরফে নাই, ওয়াস্পি খান ওরফে ওয়াসিম চিকনা এবং জিসান খান ওরফে জাভেদ খান। সালমান খানের পানভেলের ফার্ম হাউসের উপরে রেকিং করার সময় এই চার অভিযুক্ত কে গ্রেফতার করা হয় পুলিশের তরফ থেকে। এই গোটা মামলার প্রধান অভিযুক্ত লরেন্স বিষ্ণই ও আনমোল বিষ্ণই। এছাড়াও গোল্ডি ব্রার, রোহিত গোদ্বারা, সম্পদ নেহেরা এবং রকি শুটার সহ আরো আঠারো জনের বিরুদ্ধে এফআইআর জারি করা হয়েছে।
পুলিশ জানাচ্ছে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের দিকে নজর রাখছিল এই দল। সেই সময় এফআইআর-র ভিত্তিতে সালমান খানের বাড়ির সামনে থেকে সবাইকে গ্রেফতার করা হয়। এই মামলায় নথিভুক্ত একটি এফআইআর অনুসারে, সালমান খানের মুম্বাইয়ের বাড়ি থেকে কিছুটা দূরে একটি বিল্ডিংয়ে ভাড়া থাকতেন সম্পদ নেহরা। এই সময় তাকে রেকি করার দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সময় তিনি বুঝতে পেরেছেন পুলিশ তার পিছনে রয়েছে। আর সেই মতো তিনি একটা প্ল্যান সাজিয়ে ফেলেছিলেন। আলাপ আলোচনায় বসে সিদ্ধান্ত নেওয়া হয় কানাডায় বসে থাকা এই দলের কর্মকর্তারা অস্ত্রের ৫০ শতাংশ অগ্রিম আগে থেকেই দিয়ে রাখবেন এবং ৫০ শতাংশ টাকা অস্ত্র হস্তান্তর হওয়ার পরে দেবেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের কাজ সফল হয়নি। তার আগেই গ্রেফতার হয়েছেন অভিযুক্তরা।
Millie Bobby Brown is opening up about her relationship with David Harbour, and fans are…
After years of anticipation, Samsung Internet has finally arrived on Windows—and fans are buzzing with…
After years of anticipation, Samsung Internet has finally made its way to PC—and fans are…
"Dancing with the Stars" marked its 20th anniversary on Nov. 11 with a dramatic elimination…
Claire Danes is stepping back into the spotlight with a role that’s already leaving fans…
Samsung has officially confirmed the launch date for its highly anticipated tri-fold smartphone, expected to…