Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চতুর্থ দফার লকডাউনে খুলছে সেলুন ও বিউটি পার্লার

মঙ্গলবার চতুর্থ দফার লকডাউন শুরু হওয়ার সাথে সাথেই দিল্লীতে আর্থিক গতিবিধি স্বাভাবিক হতে চলেছে। এই দফার লকডাউনে কিছু ছাড় মিললেও সম্পূর্ণভাবে ছাড় দেওয়া হয়নি সাধারণ মানুষদের। সেলুন এবং বিউটি পার্লার…

Avatar

মঙ্গলবার চতুর্থ দফার লকডাউন শুরু হওয়ার সাথে সাথেই দিল্লীতে আর্থিক গতিবিধি স্বাভাবিক হতে চলেছে। এই দফার লকডাউনে কিছু ছাড় মিললেও সম্পূর্ণভাবে ছাড় দেওয়া হয়নি সাধারণ মানুষদের। সেলুন এবং বিউটি পার্লার নিয়ে দেওয়া হয়েছে একটি নতুন গাইডলাইন, যার আওতায় সেলুন এবং সাজগোজের জন্য বিউটি পার্লারগুলি বন্ধই থাকবে বলে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লীতে সব বাজারই খোলা হবে তবে সেগুলি চলবে অড-ইভেন পদ্ধতিতে। তবে অতি আবশ্যক জিনিসগুলি আগের মতোই প্রতিদিন খোলা থাকবে। দোকানে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্পূর্ণভাবে দোকান মালিকের দায়িত্ব থাকবে এবং সেটি যদি না মানা হয় তবে দোকান বন্ধ করে দেওয়া হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মুখ্যমন্ত্রী দিল্লীর সমস্ত নির্মাণ কাজ শুরু করার অনুমতি দিয়েছেন তবে সেক্ষেত্রে শুধুমাত্র দিল্লীর শ্রমিক ছাড়া অন্য রাজ্যের শ্রমিকেরা কাজ করতে পারবেন না।

এছাড়া তিনি আরও বলেছেন সন্ধ্যে ৭ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত খুব জরুরি কাজ ছাড়া বাইরে বেরোনো যাবে না। তবে ৬৫ বছরের বেশি, ১০ বছরের কম, গর্ভবতী মহিলা এবং যাদের অন্য কোনো রোগ রয়েছে সেসব মানুষদের বাড়ির বাইরে বেরোনোর অনুমতি দেওয়া হবে না।

About Author