রাজ্যে করোনা ভাইরাসের আক্রমণের কারণে বেড অত্যন্ত কম। এই কারণে এবারে কোভিড হাসপাতাল হিসেবে তৈরি করা হচ্ছে সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গন কে। প্রাথমিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে মোটামুটি ২০০ এর বেশি শয্যা রাখা হবে। এছাড়াও রাজ্য সরকার এই কাজে সহায়তা করবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। আমরি হাসপাতাল এর তরফ থেকে এই নতুন পরিষেবা রাজ্য সরকারের সঙ্গে একসাথে মিলে করা হচ্ছে।
করোনা ভাইরাসের আক্রমণ এতটা বেশি ছড়িয়ে পড়েছে রাজ্যে বেডের সংখ্যা অত্যন্ত কমে যাচ্ছে ধীরে ধীরে। এই পরিস্থিতিতে সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন করোনাভাইরাস হাসপাতাল হিসাবে যদি তৈরি করা সম্ভব হয় তাহলে হয়তো কিছুটা বেডের সংখ্যা বাড়তে পারে পশ্চিমবঙ্গে। আপাতত এখানে তৈরি করা হচ্ছে মোটামুটি ২১০ টি সাধারণ বেড এবং ১৩টি আলাদা ধরনের বেড। কিরকম বেড তৈরি করা হবে সেই ব্যাপারে কিছু জানানো হয়নি, তবে আই সি ইউ এর ব্যবস্থা এখানে থাকছে না। তবে আপনার অক্সিজেনের মত কিছু সার্ভিস পাবেন কিন্তু জরুরী পরিষেবা পাবেন না।
ভারতে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। এই কারণে রাজ্যজুড়ে বেড সংখ্যা অত্যন্ত সমস্যার মধ্যে চলে গেছে। এই পরিস্থিতিতে একটু রেহাই পাওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যাতে করোনা হাসপাতাল হিসেবে সামনে আনা হয় যুবভারতী ক্রীড়াঙ্গন কে। এই কাজে আমরি হাসপাতাল ছাড়াও সাহায্য করছে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল।
শুধু তাই নয় ইডেন গার্ডেন্স কে সেফ হাউস হিসেবে ব্যবহার করা হচ্ছিল এর আগে। তবে, এখন রাজ্য পুলিশের কর্মীদের জন্য এই ইডেন গার্ডেন্স ব্যবহার করা হচ্ছে। সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গন। এখানে করোনা চিকিৎসার পাশাপাশি টিকাকরণ কর্মসূচি হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আমরি হাসপাতালে তরফ থেকে সল্টলেক স্টেডিয়ামে জেনারেল আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হবে।