রশ্মিকা মন্দনার জনপ্রিয় ‘সামি সামি’ গানে ব্যাপক নাচ খুদে কন্যার, প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রীও – VIDEO

আট থেকে আশি এখন সকলেই মত্ত ইনস্টাগ্রাম রিলে। বর্তমান পরিস্থিতিতে এই ইনস্টাগ্রাম রিলের প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। নেটিজেনদের মধ্যে অনেকেই আজকাল এরকম রিল বানিয়ে ভাইরাল হচ্ছেন। প্রতিদিন প্রতিমুহূর্তে কোন না…

Avatar

আট থেকে আশি এখন সকলেই মত্ত ইনস্টাগ্রাম রিলে। বর্তমান পরিস্থিতিতে এই ইনস্টাগ্রাম রিলের প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। নেটিজেনদের মধ্যে অনেকেই আজকাল এরকম রিল বানিয়ে ভাইরাল হচ্ছেন। প্রতিদিন প্রতিমুহূর্তে কোন না কোন রিল ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার জগতে। সম্প্রতি তেমনি একটি রিল ভিডিও ভাইরাল হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। আল্লু অর্জুন এবং রস্মিকা মান্দানা অভিনীত পুষ্পা দ্য রাইজ ছবির অন্যতম জনপ্রিয় গান সামি সামি গানে এই নজর কাড়া নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ার জগতে ব্যাপক ভাইরাল।

আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের নাচের ভিডিও ভাইরাল হচ্ছে। তারই মাঝে এখনো সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে পুষ্পা ছবি জনপ্রিয় গান সামি সামি। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই গানটি ব্যাপক ভাইরাল হতে শুরু করেছে। তবে সম্প্রতি এই গানের সাথে নাচ করেছে একটি বাচ্চা মেয়ে। ন্যাশনাল ক্রাশ রশ্মিকা মন্দনার অভিনীত এই ছবির গানে সেই মেয়েটি যেমনভাবে নাচ করেছে, তা দেখে রস্মিকা নিজেও তার প্রশংসায় পঞ্চমুখ। এই ভিডিওতে দেখা যাচ্ছে এই বাচ্চা মেয়েটি খুব সহজেই অভিনেত্রীর সমস্ত ডান্স মুভ একেবারে রপ্ত করে ফেলেছেন।

আর এই নাচের ভিডিওটি খুব কম সময়ের মধ্যেই পৌঁছে গেছে রশ্মিকা মন্দনার কাছেও। তিনিও এই বাচ্চা মেয়েটির নাচ দেখে নিজেকে আর সামলে রাখতে পারেননি। টুইটারে এই ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, ভীষণ সুন্দর একটি নাচের ভিডিও তিনি দেখলেন। তবে এই প্রথম নয়, এর আগেও এই গানের সঙ্গে বিভিন্ন নাচের ভিডিও শেয়ার করেছেন রশ্মিকা। সেইগুলিও একইভাবে হয়ে গিয়েছে চরম জনপ্রিয়।

About Author