আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আসলে ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই একদিকে যেমন মোবাইল ফোন রয়েছে ঠিক অন্যদিকে সকলেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে থাকে। এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভাইরাল হয়। এমনকি আজকাল তো অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করে থাকেন। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তারা অবশ্যই স্বপ্না চৌধুরীর নামটা শুনেছেন।
আজকের ইন্ডাস্ট্রি সম্বন্ধে অবগত সকলেই স্বপ্না চৌধুরীর নাম অবশ্যই জানেন। সে তাঁর দেশি স্টাইলে ঠুমকা দিয়ে লাখ লাখ নেটিজেনের মন জয় করে নিয়েছে। গোটা ভারতের মধ্যে সিংহভাগ পুরুষ নেটিজেন এই স্বপ্না চৌধুরীর ফ্যান। আপনি নিশ্চয়ই অনেক স্টেজ শো এবং প্রোগ্রামে দেখেছেন যে মানুষ স্বপ্না চৌধুরীর নাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। ইউটিউবেও অনেক ভিডিও আছে, যেখানে স্বপ্না চৌধুরীর প্রোগ্রামে প্রচুর ভিড় দেখা যায়। শুধু যুবকরা নয়, এমনকি বয়স্ক ব্যক্তিরাও তাদের নাচ দেখতে আসে।
এখানে আমরা আপনাকে এমন একটি ভিডিও দেখাতে চলেছি, যেখানে স্বপ্না চৌধুরী এমনভাবে নাচ করেছেন যে লোকেরা তার দিকে টাকা পর্যন্ত ছুঁড়েছেন। আর যখন সেই টাকা ছোড়াছুড়ির পুরো বিষয়টা ঘটেছে, তখন মঞ্চে বসে থাকা এক চাচা তার মোবাইলে তার ভিডিও করতে শুরু করেছিলেন। দিল্লির কেশবপুর মান্ডিতে এই নাচ করলেন স্বপ্না চৌধুরী। এখানে তিনি ‘ইন ছোরা নে লে বইতেগা তেরা চুন্নি তরনা’ গানে দারুণ নাচলেন। কখনো চুন্নি খুলে আবার কখনো মুখ ঢেকে অসাধারনভাবে নাচছিল। স্বপ্না চৌধুরীর এই নাচের ভিডিওটি প্রায় ৬-৭ বছরের পুরনো এবং এখন পর্যন্ত ২ লাখ ৫৩ হাজার মানুষ এটি ইউটিউবে দেখেছেন।
Anime fans are buzzing with excitement as To Your Eternity Season 3 continues its emotional…
Sophie Dee is once again proving why she’s one of the internet’s most talked-about stars.…
Ty Murray has long been hailed as the “King of the Cowboys,” but now fans…
The Horizon universe is expanding in a way fans never saw coming. Guerrilla Games has…
The Wordle puzzle for November 13, 2025 left fans emotional and scratching their heads. After…
The New York Times daily puzzle Connections once again left fans scratching their heads on…