স্বপ্না চৌধুরী (Sapna Choudhary) হরিয়ানভি নৃত্যশৈলীকে পৌঁছে দিয়েছেন সর্বভারতীয় স্তরে। পরিবারের আর্থিক সমস্যার কারণে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল সপনাকে। একই সময় তাঁর বাবাও অসুস্থ হয়ে পড়েন। শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন তিনি। স্বপ্নার বাবাই পরিবারে ছিলেন উপার্জনক্ষম। তিনি অসুস্থ হয়ে পড়লে সপনাদের মুখে অন্নের যোগান দেওয়ার কেউ ছিলেন না। বাধ্য হয়েই স্বপ্না রাগনী নৃত্যশিল্পীর পেশায় আসেন। কেরিয়ারের গোড়ার দিকে সপনাকে খোলা মঞ্চে নেচে অর্থ উপার্জন করতে হত। দক্ষ নৃত্যশিল্পী হলেও মিলছিল না সুযোগ। কিন্তু তা এনে দিয়েছিল কালার্স চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’।
শোয়ের ওই সিজনে সর্বসাধারণের জন্য অডিশনের ব্যবস্থা হয়েছিল। অডিশনের মাধ্যমে বিগ বসের ঘরে আসেন স্বপ্না। ধীরে ধীরে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এইভাবেই স্বপ্নার হাত ধরে রাগনী পৌঁছে যায় সর্বভারতীয় স্তরে। বর্তমানে স্বপ্না আন্তর্জাতিক স্তরে যথেষ্ট পরিচিত নাম। বিগ বসের পর স্বপ্না কয়েকটি বলিউড মুভিতে আইটেম ডান্স করলেও আঞ্চলিক স্তরে একাধিক মিউজিক ভিডিওয় অভিনয় করেছেন তিনি। বর্তমানে স্বপ্না শোয়ে পারফর্ম করতে যথেষ্ট মোটা অঙ্কের অর্থ নেন। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত ভাইরাল হয় তাঁর ভিডিও।
2023 সালের 28 শে মে ‘সোনোটেক মস্তি’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে স্বপ্নার একটি ডান্স ভিডিও নেটদুনিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে। লোকসঙ্গীত শিল্পী রাজু পাঞ্জাবি (Raju Punjabi) ও সুশীলা ঠক্কর (Sushila Thakar)-এর গাওয়া গান ‘থাড়া ভাতার’-এর সাথে ডান্স পারফরম্যান্স করেছেন স্বপ্না। এই পারফরম্যান্সের মঞ্চ ছিল একটি ধর্মীয় মেলা। সপনার পরনে রয়েছে লাল রঙের সিকুইনড পাতিয়ালা সালোয়ার-কামিজ। মাথা ঘোমটায় আবৃত করে স্বপ্না নাচ শুরু করেন। তাঁর প্রতিটা ঠুমকা ও আনুষঙ্গিক ডান্স স্টেপে ফুটে উঠেছে নিখুঁত রাগনী নৃত্যশৈলী। এই ভিডিওটি এখনও অবধি পঁয়তাল্লিশ লক্ষের কিছু বেশি ভিউ অতিক্রম করেছে।