Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সারা আলির নাচে মুগ্ধ নেটদুনিয়া, সোশ্যাল মিডিয়ায় তুমুল সাড়া

কৌশিক পোল্ল্যে: বলিপাড়ার নতুন সদস্য নবাবকন্যা সারা আলি খান। তবে এখন তাকে ঠিক নতুন বলা চলে না, সাফল্যের সঙ্গে ইন্ডাস্ট্রিতে পার করলেন একটা বছর আর তাতেই কুড়ি মিলিয়নেরও বেশি ফলোয়ার্স…

Avatar

কৌশিক পোল্ল্যে: বলিপাড়ার নতুন সদস্য নবাবকন্যা সারা আলি খান। তবে এখন তাকে ঠিক নতুন বলা চলে না, সাফল্যের সঙ্গে ইন্ডাস্ট্রিতে পার করলেন একটা বছর আর তাতেই কুড়ি মিলিয়নেরও বেশি ফলোয়ার্স রয়েছে ইনস্টাগ্রামের ঝুলিতে। স্টারকিড হিসেবে সিনেজগতে অভিষেকের পূর্বে বিশেষ পরিচিত ছিলেন না সারা। চেহারায় স্থূলকায় মেয়েটির কঠোর পরিশ্রমের মাধ্যমে সকলের ক্রাশ হয়ে ওঠার গল্পটি সিনেমার মতোই রঙিন।

কেরিয়ারের শুরুটা হয়েছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে এবং এরপরই মেলে বড় ব্রেক, রোহিত শেট্টির ‘সিম্বা’ ছবিতে রনবীর সিং এর বিপরীতে কাস্ট করা হয় তাকে, ছবিটি সুপারহিট হয়। এবছরই তার নতুন ছবি মুক্তি পায় ইমতিয়াজ আলির পরিচালনায় ‘লাভ আজ কাল’।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সেই সারাই অভিনয়ের পাশাপাশি নৃত্যের পাঠ নিচ্ছেন এই অবসরে। ভারতীয় নৃত্যের তালে তালে তালিমরত সারা একটি ভিডিও পোস্ট করলেন ইনস্টাগ্রামে। নাচের ভিডিওটি পোস্ট হবার সঙ্গে সঙ্গেই তার প্রংশসায় উপছে পড়ে কমেন্টবক্স। সকলেই সারার নৃত্যপ্রতিভাকে এবং তার শেখার আগ্রহকে কুর্নিশ জানিয়েছেন। অবসর দিনে সময় কাটাতে এটাই তো মোক্ষম দাওয়াই।

 

View this post on Instagram

 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on

প্রেমের সম্পর্ক নিয়েও কম জলঘোলা হয়নি সারাকে নিয়ে। শেষ ছবিতে তার সহ অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে ব্যক্তিগত প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন রটেছে বারেবারে। কার্তিক যে সারার ক্রাশ সে কথা জনসমক্ষে স্বীকার করেছেন অভিনেত্রী। উভয়ের অনস্ক্রিন রসায়ন তো বেশ ভালো, সেই সম্পর্কই অফস্ক্রিনে সত্যি হয়ে ধরা দেয় কিনা তো সময়ই বলবে।

About Author