মাঘ মাসের শুক্র পক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত উৎসব পালিত হচ্ছে আজ গোটা পশ্চিমবাংলায়। এদিন অত্যন্ত উৎসাহের সাথে সরস্বতী দেবীর আরাধনা করা হয়। কথিত আছে বসন্ত পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনা করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। এবারে বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হলো ২৬ জানুয়ারি বৃহস্পতিবার। ধর্মীয় বিশ্বাস অনুসারে বসন্ত পঞ্চমীর দিনে বিদ্যা জ্ঞান এবং প্রজ্ঞার দেবী মা সরস্বতী আবির্ভূত হয়ে থাকেন। বসন্ত পঞ্চমীর দিনে কোন শুভ সময় বিচার না করে বিবাহ, মুন্ডন আচার, বিদ্যারম্ভ, অন্নপ্রাশন ইত্যাদি করা যায়। বসন্ত পঞ্চমী কিন্তু তিথি হিসেবে অত্যন্ত শুভ।
কিন্তু এমন কিছু কাজ আছে যা ভুল করেও বসন্ত পঞ্চমীর দিন করা উচিত নয় কারণ এসব কাজ করলে দেবী সরস্বতী রুষ্ট হয়ে থাকেন। আসুন জেনে নেই বসন্ত পঞ্চমীতে কোন কোন কাজ নিষিদ্ধ এবং কোন কোন কাজ আপনার করা উচিত নয়। বসন্ত পঞ্চমীর দিন স্নান না করে কোন কিছুই খাওয়া উচিত নয়। স্নান করার পরই মা সরস্বতী পুজো করে তারপরেই কিছু খাবার গ্রহণ করুন। বসন্ত পঞ্চমী তিথিতে গাছ এবং গাছপালা ছাটাই করবেন না। বসন্ত ঋতুকে সম্মান জানাতে গাছ কাটা থেকে বিরত থাকুন এ দিন।
এটি একটি ধর্মীয় বিশ্বাস যে দেবী সরস্বতী যখন অবতারণা করেছিলেন তখন মহাবিশ্বে প্রথম হলুদ আভা দেখা গিয়েছিল। এই কারণেই দেবী সরস্বতী হলুদ রং পছন্দ করেন বলা হয়। সেই কারণে হলুদ রঙের পোশাক পরা এদিন শুভ। তাই হলুদ রঙের পোশাকে দিন পড়বেন কিন্তু ভুল করেও কালো রঙের পোশাক পরবেন না। এছাড়াও বসন্ত পঞ্চমীর দিন সাত্বিক খাবার গ্রহণ করা ভালো। বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন মাছ-মাংস, সুরা এবং পেঁয়াজ রসুন খাওয়া থেকে বিরত থাকুন।