শ্রেয়া চ্যাটার্জি – দু বছর অপেক্ষা করার পরে ৬ বছর বয়সী বাঘিনী জন্ম দিয়েছে তিনটি ছানাপোনার। বাঘের সংখ্যা বেড়ে ২০ হল। ‘সারিস্কা টাইগার রিজার্ভ’ এ ST-12 নামের বাঘ জন্ম দিয়েছে ছানা দের, লকডাউনের মাঝেও এ এক অসাধারণ খবর। আরেকটি বাঘিনী ও তিনটি ছানা জন্ম দেওয়ায় এখন ৬ টি ছানা। রাজস্থানের চিফ মিনিস্টার অশোক গেহলট জানান, “করোনা ভাইরাসের আবহে ST – 12 নামের এই বাঘ সত্যি সুখবর দিয়েছে। ক্যামেরায় ধরা পড়েছে মায়ের সাথে নতুন ৩ ছানাদের।
২০২০ সালের হিসাব অনুযায়ী, সারিস্কাতে ২০টি বাঘ এখনো পর্যন্ত রইল।” ২০২০ সালের মার্চ মাসে ST – 10 নামের বাঘিনীও তার ৩ ছানাদের দেখা গিয়েছিল তালভরিকশ রেঞ্জ- এ। ২০টি বাঘের মধ্যে ১১ টি বাঘিনী এবং ৫টি বাঘ। ২০১৮ সালে একবার এক বাঘিনী ৩ ছানার জন্ম দিয়েছিল এখানে। টানা দু’বছর অপেক্ষা করার পরে আবার এল সুখবর। শুধু তাই নয়, এদের ছানাপোনারা ও ক্রমশ বড় হচ্ছে বাচ্চা জন্ম দেওয়ার জন্য।
করোনার আবহে সত্যিই এই ঘটনাটি বেশ আনন্দদায়ক। পৃথিবীতে মানুষের পাশাপাশি বন্যপ্রাণীদেরও রয়েছে বাঁচার সমান অধিকার। মায়ের সঙ্গে বাচ্চারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। যা দেখে সত্যি কথাই পশু প্রেমীদের চোখ জুড়িয়ে যাবে। আর এই ঘটনাটি দেখে কবির ভাষায় বলতেই হয়- ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।’