কলকাতাঃ এবার রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে অস্বস্তি বাড়ল পশ্চিমবঙ্গ সরকারের। কারণ নির্দিষ্ট সময়সীমা বেঁধে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে নবান্নকে বকেয়া ডিএ মেটাতে নির্দেশ দিল রাজ্য প্রশাসনিক ট্রাইবুনাল বা স্যাট।
রাজ্য সরকার ডিএ না মেটালে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে। এই মহার্ঘ ভাতা নিয়ে বারবার সরকারের কাছে আবেদন করেছে সরকারি কর্মচারীদের সংগঠনগুলি। কিন্ত তাতেও কোন লাভ হয়নি। গত বছর ২৬ জুলাই ৩ মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে বলে জানায় স্যাট। এর পাশাপাশি আরো জানানো হয় কেন্দ্রীয় সরকারি হারে রাজ্যের কর্মীদের ডিএ দিতে হবে।
এর পর রাজ্য থেমে থাকেনি ওই রায়ের ভিত্তিতে রিভিউ পিটিশন দাখিল করে কিন্তু শেষ পর্যন্ত স্যাটে নবান্নের আর্জি খারিজও হয়ে যায়। কিন্তু দুপক্ষের এই মামলা মকোদ্দমার পর অবশেষে আজ, বুধবার ওই মামলার ভার্চুয়াল শুনানিতে স্যাট জানিয়ে দেয় ১৬ ডিসেম্বরের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবেই।