গত বছর থেকেই বিশ্বজুড়ে প্রত্যেকটি মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে করোনা ভাইরাস প্যানডেমিক। চলতি বছরের শুরুতে করোনার প্রকোপ কিছুটা কমলেও মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে আবারো পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এপ্রিল মাসের শুরুতে করোনা সংক্রমনের গগনচুম্বী গ্রাফ রীতিমতো উদ্বেগে ফেলেছে ভারতবাসীকে। বর্তমানে গোটা দেশজুড়ে দৈনিক সংক্রমণ ১ লাখ ছাড়িয়েছে। তার ওপর গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে। এছাড়াও বিভিন্ন বলিউড অভিনেতা অভিনেত্রী সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। এবার সম্প্রতি জনপ্রিয় হিন্দি ধারাবাহিক মহাভারত এর দেবরাজ ইন্দ্রের ভূমিকায় অভিনয় করা সতীশ কল করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
আটের দশকে ছোটপর্দায় আলোড়ন সৃষ্টি করেছিল বিখ্যাত হিন্দি ধারাবাহিক মহাভারত। সেই ধারাবাহিকে দেবরাজ ইন্দ্রের ভূমিকায় অভিনয় করেছিলেন সতীশ কল। সেই ধারাবাহিক থেকেই তিনি বিশাল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। গতবছর করোনা লকডাউন এর সময় জানা গিয়েছিল ওই অভিনেতা আর্থিক দুরবস্থা এর মাধ্যমে দিন কাটাচ্ছিলেন। এমনকি তার কাছে প্রতিদিনের খাবার জোগাড় করে ওঠা চ্যালেঞ্জের হয়ে গিয়েছিল। অবশেষে কিছুদিন আগে তিনি নিজের বাড়িতেই ৭৩ বছর বয়সে মারা যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বলিউডের একাংশ।
প্রসঙ্গত উল্লেখ্য, সতীশ কল তার ফিল্মি ক্যারিয়ারে একাধিক পাঞ্জাবি ও হিন্দি সিনেমা করেছেন। তার মোট ছবির পরিমাণ ৩০০ টি। এমনকি নতুন প্রজন্মকে অভিনয় প্রশিক্ষণ দেয়ার জন্য তিনি লুধিয়ানাতে একটি অ্যাক্টিং স্কুল খুলেছিলেন। কিছুদিন আগে এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন, “বর্তমানে আমাকে সবাই ভুলে গেছে। তবে একসময় দর্শকরা আমাকে যা সম্মান এবং ভালোবাসা দিয়েছিল তার জন্য আমি কৃতজ্ঞ। সেই সাথে তিনি বলেছিলেন আমাকে যদি এখনো কেউ অভিনয়ের জন্য কোন চরিত্র দেয় তাহলে আমি তা করতে রাজি।” তবে সেই কাজ আর করা হলো না তার। করোনায় প্রাণ কেড়ে নিল তার।