ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

SBI Account: আপনার অজান্তেই ৪৩৬ টাকা করে কেটে নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, জানুন এটা বন্ধ করবেন কিভাবে

প্রধানমন্ত্রী বীমা যোজনার আওতায় যদি আপনার একাউন্টের অটো ডেবিট ফিচার অন থাকে তাহলে আপনার একাউন্ট থেকে ৪৩৬ টাকা করে কেটে নেওয়া হবে

Advertisement

ভারতের সাধারণ নাগরিককে বীমা আওতায় সুরক্ষা প্রদানের জন্য ২০১৫ সালে দুটি যোজনা চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এর মধ্যে প্রথম যোজনাটি হলো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা এবং দ্বিতীয়টি হল প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। এই দুটি যোজনায় সাধারণ মানুষ একাধিক সুবিধা পেয়ে থাকেন। এসবিআই সহ অন্য যে সমস্ত ব্যাংকে গ্রাহকদের একাউন্ট রয়েছে, তাদের অনেকেই অটো ডেবিট অপশন অ্যাক্টিভ করে রাখেন এই বীমা যোজনার জন্য। ১৮ থেকে ৫০ বছর বয়সে যে কোন গ্রাহক প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনার আওতায় আসতে পারেন। সে ক্ষেত্রে আধার কার্ড এই অ্যাকাউন্টগুলির প্রাথমিক কেওয়াইসি ডকুমেন্ট হিসেবে কাজ করে থাকে।

অন্যদিকে ১ জুন থেকে ৩১ মে পর্যন্ত বছরের হিসেব ধরে জীবন বীমা পলিসির কভার পাওয়া যায়। ১২ মাসের এই পলিসি একাধিক বার রিনিউ করা যেতে পারে এবং এক্ষেত্রে ২ লাখ টাকা পর্যন্ত জীবন বীমা পাওয়া যেতে পারে। যে ব্যক্তি এই পলিসি কিনবেন তাকে বার্ষিক প্রিমিয়াম দিতে হবে ৪৩৬ টাকা করে। যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে অটো ডেবিট ফিচার অন করা থাকে তাহলে বার্ষিক কভারেজ হিসেবে ৩১ মে তারিখের আগে গ্রাহকের ব্যাংক একাউন্ট থেকে এই টাকা কেটে নেওয়া হয়।

যদি কোন ব্যক্তি প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা আর চালিয়ে যেতে না চান, সে ক্ষেত্রে তাকে ব্যাংক একাউন্ট থেকে বছরে অটো ডেবিট অপশন বাতিল করতে হবে। আবার কোন ব্যক্তি যদি পলিসি চালিয়ে যেতে চান সে ক্ষেত্রেও অটো ডেবিট অন করার আবশ্যিকতা কিন্তু নেই। এর জন্য প্রথমে আপনার এই প্রকল্প যে ব্যাংক একাউন্টের সঙ্গে লিংক রয়েছে সেই ব্যাংকে যেতে হবে এবং সেখানে গিয়ে অটো ডেবিট বন্ধ করার জন্য আপনাকে অনুরোধ জানাতে হবে। অন্যদিকে আরেকটি বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। যদি কোন ব্যক্তি যোজনা চালিয়ে যেতে চান এবং সময়মতো যোজনার টাকা জমা না করতে পারেন, সে ক্ষেত্রে অটোমেটিকভাবে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা কিন্তু বন্ধ হয়ে যাবে। একইসঙ্গে যদি একাউন্টে পর্যাপ্ত টাকা না থাকে সেক্ষেত্রেও কিন্তু এই যোজনা বাতিল হয়ে যেতে পারে।

Related Articles

Back to top button