SBI: আবার ছুটতে হবে ব্যাংকে, জরুরী নির্দেশ দিল State Bank of India
এই নির্দেশ অনুযায়ী, যারা এই মুহূর্তে স্টেট ব্যাংকে লকার করেছেন তাদেরকে নতুন কন্ট্রাক্ট সাইন করতে হবে
ভারতের সবথেকে বিশ্বস্ত ব্যাংক এসবিআই ভারতের সাধারণ মানুষদের সবথেকে বড় ভরসার জায়গা। যতই মানুষ বেসরকারি ব্যাংকে অতিরিক্ত সুদের আশায় একাউন্ট করুন না কেন, সবচেয়ে মোটা টাকার ফান্ড কিন্তু স্টেট ব্যাংকেই থাকে। বিগত কয়েক দশক ধরে ভারতের মানুষকে সেই একই রকম সার্ভিস এবং ভরসা দিয়ে আসছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফিক্স ডিপোজিট এবং সেভিংস ব্যাংক একাউন্টের পাশাপাশি স্টেট ব্যাংকের লকার পরিষেবাও অত্যন্ত জনপ্রিয়। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ীরাও স্টেট ব্যাংকে একটা লকার খোলেন। এবার তাদের জন্যই একটা বড় নির্দেশিকা নিয়ে হাজির হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
সম্প্রতি এসবিআই ব্যাংকের লকার ব্যবহারের নিয়মে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে। রিজার্ভ ব্যাংকের নির্দেশের পর সমস্ত লকার হোল্ডারদের ব্যাংকে গিয়ে একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই নতুন চুক্তিতে স্বাক্ষর করলে তবেই স্টেট ব্যাংকের লকার পরিষেবা ব্যবহার চালিয়ে যাওয়া যাবে, অন্যথায় কিন্তু এই লকার ফ্রিজ করে দেওয়া হবে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
ট্রেনের টিকিট নিয়ে নতুন নিয়ম জারি করল Rail, খুশি কোটি কোটি যাত্রী
তাদের অফিসিয়াল টুইটার একাউন্টে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, যারা স্টেট ব্যাংকে লকার করেছেন তাদের শাখায় গিয়ে নতুন কনট্রাক্টে সই করতে হবে। একই সঙ্গে, ভারতের অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংককেও এই একই নির্দেশ দিয়েছে এসবিআই। আগামী বছরের ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত গ্রাহকদের সঙ্গে নতুন কনট্র্যাক্ট করে নিতে চাইছে এসবিআই। নতুন বছর শুরু হওয়ার আগেই পুরো প্রক্রিয়াটা সেরে ফেলতে চাইছে তারা। তাই বিস্তারিত জানতে আপনাকে স্টেট ব্যাংকের অফিসার ওয়েবসাইটে যেতে হবে।
কি কি পরিবর্তন আসতে পারে?
১. মেট্রো শহরগুলিতে এসবিআই গ্রাহকদের ছোট লকারের জন্য জিএসটি সহ ২০০০ টাকা ভাড়া দিতে হবে।
২. ছোট শহর বা গ্রামাঞ্চলে ছোট আকারের লকার নিলে দাম দিতে হবে ১,৫০০ টাকা।
৩. মেট্রো শহরে মাঝারি আকারের লকারের দাম জিএসটি সহ ৪,০০০ টাকা।
৪. শহরতলী কিংবা গ্রামাঞ্চলে ছোট আকারের লকারের দাম জিএসটি সহ ৩ হাজার টাকা।
৫. মেট্রো শহরে বড় আকারের লকার নিতে চাইলে জিএসটি সহ ৮,০০০ টাকা দিতে হবে।
৬. ছোট শহর বা গ্রামাঞ্চলে জিএসটি সহ লকারের ফি ৬,০০০ টাকা হবে।