লকডাউনে ব্যাঙ্ক খোলা ও বন্ধ হওয়ার সময়সূচি পরিবর্তন করল SBI
করোনা ভাইরাসের জন্য দেশ জুড়ে জারি লকডাউন। লকডাউন জারি হওয়ার শুরুতে ব্যাংক গুলি বন্ধ থাকার কথা জানানো হলেও পরে তা পরিবর্তন করা হয়। সমস্ত ব্যাংকের সমস্ত শাখা নির্দিষ্ট সময় মতো খোলার কথা জানানো হয় ব্যাংক গুলির তরফে। সেইমতো খোলাও হচ্ছিল ব্যাংক গুলি। কিন্তু এর মধ্যেই এসবিআই এর তরফে ব্যাংক খোলার নতুন সময় জানানো হয়েছে।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা যাচ্ছে, এসবিআই বিভিন্ন রাজ্যে তাদের ব্যাংক খোলার সময়ের পরিবর্তন করেছে। এটা এক এক রাজ্যের ক্ষেত্রে এক এক রকম। এসবিআই রিটেল ব্যাংকিং এর ম্যানেজিং ডিরেক্টর পিকে গুপ্ত জানিয়েছেন, কোনো রাজ্যে সকাল ৭-১০, কোনো রাজ্যে সকাল ৮-১১ আবার কোনো রাজ্যে সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত খোলা থাকছে ব্যাংকের শাখা।
এসবিআই এর তরফে এই লকডাউনে তাদের গ্রাহকদের ব্যাংকের বিভিন্ন কাজ মেটাতে যতটা সম্ভব ডিজিটাল মাধ্যম ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। এমনকি গ্রাহকদের সুবিধার জন্য মোবাইল এটিএমেরও সুবিধা এনেছে এসবিআই।