ভারতের বৃহত্তম ব্যাংকিং সংস্থা এসবিআই-এর সিদ্ধান্তে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। লকডাউনের মধ্যেই আরও একবার স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল এসবিআই কর্তৃপক্ষ। সমস্ত স্থায়ী আমানতের ক্ষেত্রেই সুদের হার কমছে ৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত। আজ ২৭ মে থেকে নতুন এই সুদের হার কার্যকর হবে বলে ওয়েবসাইটে জানিয়েছে এসবিআই। চলতি মে মাসে এই নিয়ে দু বার সুদের হার কমালো দেশের বৃহত্তম এই ব্যাংকিং সংস্থা।
শুধু ফিক্সড ডিপোজিট নয়, সুদ কমানো হয়েছে ২ কোটি বা তার বেশি অংকের আমানতেও। এ ক্ষেত্রে সুদ কমানো হয়েছে ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত। এবার থেকে এই অংকের আমানতে ৩ শতাংশ সুদ দেবে এসবিআই। আজ থেকেই চালু হয়ে যাচ্ছে এই সুদের হার। তবে সুদ বাড়ছে প্রবীণ নাগরিকদের আমানতে। এক্ষেত্রে সুদের হার বাড়ানো হচ্ছে ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত।
এসবিআই সূত্রে জানা গেছে, এই পরিবর্তনের ফলে ৭ দিনে ১০ বছর মেয়াদী আমানতে বিশাল সুবিধা পাবেন প্রবীণ নাগরিকরা। প্রায় ৩.৪ শতাংশ থেকে ৬.২ সুদ পাবেন তাঁরা। প্রসঙ্গত, গত ৮ মে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার সমস্ত স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছিল। ৩ বছর পর্যন্ত সমস্ত ধরনের আমানতে ২০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমানো হয়েছিল সুদের হার। যার কার্যকর হয়েছিল ১২ মে থেকে।