ফিক্সড ডিপোজিটে সুদের হার কমালো SBI, জেনে নিন নতুন সুদের হার কত
আবার ফিক্সড ডিপোজিটে সুদের হার কমালো স্টেট ব্যাংক। এই নিয়ে গত এক মাসে দুবার কমলো ফিক্সড ডিপোজিটে সুদের হার। ১০ই মার্চ থেকেই এই সুদের হার কার্যকরী হবে বলে জানানো হয়েছে স্টেট ব্যাংকের তরফে।
নতুন নিয়মে এবার থেকে ৭ থেকে ৪৫ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিটে ৪.৫% এর বদলে ৪% সুদ দেবে স্টেট ব্যাংক। যারা এক থেকে পাঁচ বছরের কম সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করবেন তাদের জন্য নতুন সুদের হার হলো ৫.৯%। আগে যে সুদের হার ছিল ৬%। একইরকম সুদের হার হয়েছে পাঁচ থেকে দশ বছরের ক্ষেত্রেও। অর্থাৎ পাঁচ থেকে দশ বছরের মেয়াদে যারা স্টেট ব্যাংকে ফিক্সড ডিপোজিট করবেন তাদেরও এবার থেকে ৫.৯% সুদ দেওয়া হবে।
আরও পড়ুন : LIC-র এই স্কীমে প্রতিমাসে পেয়ে যান দশ হাজার টাকা
তবে প্রবীণ নাগরিকদের জন্যে কিছু সুবিধা স্টেট ব্যাংক দেবে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে জানানো হয়েছে যে, তারা ৫০ বেসিস পয়েন্ট বেশি হারে সুদ পাবেন ফিক্সড ডিপোজিটে।