সেপ্টেম্বরের ১০ তারিখ থেকে কমতে চলেছে স্বল্প সঞ্চয়ের সুদের হার। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নতুন সিদ্ধান্তে চিন্তা বেড়েছে আমজনতার। এক বছর থেকে দু বছরের মেয়াদে স্থায়ী আমানতের ক্ষেত্রে ৫. ১০ শতাংশের পরিবর্তে ৪.৯০ শতাংশ করা হয়েছে।
সাধারণ গ্রাহক ছাড়াও প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও কমছে সুদের হার। ৫.৬০ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৫.৪০ শতাংশে। কিন্তু সেক্ষেত্রে অন্যান্য মেয়াদে সুদের হার অপরিবর্তিতই রয়েছে।এমনকি প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ প্রকল্প “এসবিআই উইকেয়ার” এর মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।
মূলত ওই প্রকল্পে সাধারণত প্রবীণ নাগরিকরা ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পেয়ে থাকেন কিন্তু এবার পাঁচ বছরের বেশি মেয়াদের আমনতে প্রিমিয়াম দেওয়া হবে ৩০ বেসিস পয়েন্ট। তাতে কার্যত কি লাভ হবে এখন সেটাই দেখার অপেক্ষা।