SBI FD scheme: গ্রাহকদের বিশেষ উপহার দিচ্ছে SBI, অমৃত কলস এবং WeCare স্কিমে দেওয়া হচ্ছে বিশেষ অফার
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য এই বিশেষ প্রকল্প নিয়ে এসেছে যা মূলত প্রবীণ নাগরিকদের জন্যই তৈরি করা হয়েছে
প্রবীণ নাগরিকদের বিনিয়োগের সব থেকে ভালো জায়গা হল ফিক্সড ডিপোজিট। আর সেই ফিক্স ডিপোজিট যদি খোলা হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে তাহলে তো আর কোন কথাই নেই। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বহু বছর ধরে ভারতীয়দের সব থেকে বিশ্বাসযোগ্য ব্যাংক হয়ে থেকেছে। এমনিতেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অমৃত কলস যোজনা প্রবীণ নাগরিকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। সম্প্রতি এসবিআই তাদের এই যোজনার সময়সীমা ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছিল। আর এবারে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI WECARE নামের একটি বিশেষ ফিক্স ডিপোজিট প্রকল্পের বিনিয়োগের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এসবিআই এই মুহূর্তে তাদের WeCare FD প্রকল্পকে আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এই প্রকল্পের সময়সীমা আরো বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আপনি এই প্রকল্পে একাউন্ট খুলতে পারছেন। আপনি যদি একজন প্রবীর নাগরিক হন এবং বিনিয়োগের আরো বিকল্প খুঁজছেন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ। মূলত প্রবীণ নাগরিকদের জন্যই এই প্রকল্প নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এই প্রকল্পে বর্তমানে ৭.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যায়। আমানতের পুনর্নবীকরণের জন্যও এই একই সুদের হার প্রযোজ্য হয়। এই প্রকল্পের অধীনে প্রবীর নাগরিকরা ৫ থেকে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ সুদের সুবিধা পেয়ে থাকেন যা এটিকে একটি চমৎকার বিনিয়োগের সুযোগ হিসেবে প্রতিষ্ঠিত করে।
শুধু এই প্রকল্প নয় এসবিআই তাদের গ্রাহকদের অতিরিক্ত বিনিয়োগের বিকল্প প্রদান করে অমৃত কলস ফিক্স ডিপোজিট স্কিমের শেষ তারিখ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এখন বিনিয়োগকারীরা ২০২৩ সালের ১৫ আগস্ট পর্যন্ত এই অমৃত কলস ফিক্স ডিপোজিট প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। ৪০০দিনের এই প্রকল্পে ৭.৬ শতাংশ সুদের সুবিধা পেতে পারেন প্রবীণ নাগরিকরা। অন্যদিকে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৭.১ শতাংশ।