Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

SBI গ্রাহকদের বড় ধাক্কা, এমন নিয়ম বদল করল ব্যাঙ্ক, খবর শুনে ঘাম ঝরে পড়ল গ্রাহকদের

দেশের সবথেকে বড় সার্বজনীন ক্ষেত্রের ব্যাংক ভারতীয় স্টেট ব্যাঙ্ক এবারে গ্রাহকদের জন্য নিয়ে এলো একটা বড় খবর। এবার থেকে যদি আপনারা এসবিআই থেকে লোন গ্রহণ করতে চান তাহলে আপনার খরচ…

Avatar

দেশের সবথেকে বড় সার্বজনীন ক্ষেত্রের ব্যাংক ভারতীয় স্টেট ব্যাঙ্ক এবারে গ্রাহকদের জন্য নিয়ে এলো একটা বড় খবর। এবার থেকে যদি আপনারা এসবিআই থেকে লোন গ্রহণ করতে চান তাহলে আপনার খরচ বেশ অনেকটাই বৃদ্ধি পাবে। এসবিআই এবং ফেডারেল ব্যাংক তাদের গ্রাহকদের একটা বড় ধাক্কা দিয়েছে তাদের নতুন ঘোষণার মাধ্যমে। এই দুটি ব্যাংক তাদের বিভিন্ন ক্ষেত্রের লোনের হিসেবে মার্জিনাল কস্ট বেসড লেন্ডিং রেট অর্থাৎ MCLR ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের জানিয়ে রাখি এর আগে জুন জুলাই এবং আগস্ট মাসেও এই হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছিল SBI। তবে এবারে ১৫ অক্টোবর ২০২২ থেকে এই নতুন হার কার্যকর হতে চলেছে।

১৫ অক্টোবর ২০২২ থেকে এসবিআই এমসিএলআর রেট এক ধাক্কায় অনেকটা পরিবর্তিত হতে চলেছে। এবার থেকে একদিনের ক্ষেত্রে ৭.৬০ শতাংশ, এক মাসের ক্ষেত্রে ৭.৬ শতাংশ, তিন মাসের ক্ষেত্রে ৭.৬ শতাংশ, ছয় মাসের ক্ষেত্রে ৭.৯ শতাংশ, এক বছরের ক্ষেত্রে ৭.৯৫ শতাংশ, দু বছরের ক্ষেত্রে ৮.১৫ শতাংশ, তিন বছরের ক্ষেত্রে ৮.২৫ শতাংশ হতে চলেছে এই হার। অন্যদিকে, ১৬ অক্টোবর ২০২২ থেকে ফেডারেল ব্যাংক তাদের MCLR হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে একদিনের জন্য ৮.৪৫ শতাংশ, এক মাসের জন্য ৮.৫০ শতাংশ, তিন মাসের জন্য ৮.৫৫ শতাংশ, ছয় মাসের জন্য ৮.৬৫% এবং এক বছরের জন্য ৮.৭ শতাংশ হতে চলেছে MCLR।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও কিছুদিন আগে ব্যাংকের তরফ থেকে তাদের মেয়াদী আমানতের উপরে সুদের হার বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছিল। ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেটের মাধ্যমে জানানো হয়েছিল, এবার থেকে এসবিআই তাদের সমস্ত ফিক্স ডিপোজিট এর উপরে সুদের হার ২০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করতে চলেছে। এই নতুন সুদের হার দুই কোটি টাকার কমের মেয়াদী আমানতের উপরে লাগু হবে। ব্যাংকের ওয়েবসাইট অনুসারে, এই নতুন সুদের হার ১৫ অক্টোবর ২০২২ থেকে চালু হবে। অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঘোষণার পর একদিকে যেমন কিছুটা ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ঋণ গ্রহণকারীরা, সেখানেই লাভের মুখ দেখবেন মেয়াদী আমানতকারীরা।

About Author