Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ইন্টারভিউয়ের মাধ্যমে ৮০০ এর বেশি পদে লোক নিয়োগ করছে SBI, মাসিক বেতন ৪০ হাজার টাকা

গোটা দেশে একটি ভালো চাকরি পাওয়া আজকালকার দিনে ক্রমেই দুষ্কর হয়ে পড়ছে। অনেক শিক্ষিত হওয়া সত্ত্বেও সেই যোগ্যতার চাকরি পাচ্ছেন না অনেকেই। তবে এই চাকরির আকালের বাজারে নতুন ধরনের চাকরির…

Avatar

গোটা দেশে একটি ভালো চাকরি পাওয়া আজকালকার দিনে ক্রমেই দুষ্কর হয়ে পড়ছে। অনেক শিক্ষিত হওয়া সত্ত্বেও সেই যোগ্যতার চাকরি পাচ্ছেন না অনেকেই। তবে এই চাকরির আকালের বাজারে নতুন ধরনের চাকরির প্রস্তাব নিয়ে এল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই। ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন বা কি পদে নিয়োগ হবে? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিটায়ার্ড ব্যাঙ্ক অফিসার (RBO) নেবে বিজনেস করেসপন্ডেন্ট ফেসিলিটেটর পোস্টের জন্য। মোট শূন্যপদ রয়েছে ৮৬৮টি। কলকাতা-সহ দেশের আরও অনেক শাখায় নিয়োগ করা হবে। নিয়োগের পর প্রতি মাসে বেতন দেওয়া হবে ৪০ হাজার টাকা করে। যে সমস্ত ব্যক্তি এসবিআইতে ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করতেন, তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও ৩০ বছর ধরে যে সমস্ত প্রার্থী নিজের ৫৮ বছর বয়স পর্যন্ত কাজ করেছেন, তাঁরাও আবেদন করার যোগ্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এবার প্রশ্ন কি করে করবেন আবেদন? এই চাকরির জন্য আবেদন করতে আপনাকে যেতে হবে ‘এসবিআই কেরিয়ার’ ওয়েবসাইটে। হোমপেজ থেকে ধাপ অনুযায়ী যেতে হবে এই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে। অনলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। ১০ থেকে ৩১ মার্চ পর্যন্ত করা যাবে এই চাকরির জন্য আবেদন। এছাড়া চাকরির বাকি শর্তাবলী জানতে অবশ্যই ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিতে হবে।

About Author