ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পোল্ট্রি ফার্ম খুলতে SBI দিচ্ছে 27 লক্ষ টাকা ঋণ, এইভাবে আবেদন করুন

মুরগি চাষ এখন একটা ভালো ব্যবসার আইডিয়া হয়ে উঠেছে

Advertisement

মুরগি পালন দেশের গ্রামীণ এলাকায় আয়ের সেরা উৎস হিসেবে পরিণত হয়েছে এখনকার দিনে। একই সঙ্গে অনেক ইন্ডাস্ট্রিও মুরগি পালন করে ভালো আয় করছেন এখন। অন্যদিকে, এখনকার দিনে এই পোল্ট্রি বড় একটা ইন্ডাস্ট্রিও হয়ে উঠেছে। সরকারও এই ব্যবসায়ীদের পোল্ট্রি পালনে উৎসাহিত করছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলি এই ব্যবসা শুরু করার জন্য তাদের নিজ নিজ স্তরে কৃষকদের ভর্তুকি প্রদান করে থাকে। এ ছাড়া অনেক ব্যাংক পোল্ট্রি ফার্মিং ইউনিট চালু করতে ঋণও দিয়ে থাকে। এসবিআই পোল্ট্রি ফার্ম ব্যবসা করার জন্য ঋণ দেয়। এটি ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ প্রদান করে।

দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক SBI মুরগি পালন শুরু করতে মোট খরচের ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ দেয়। আপনাকে আপনার পক্ষ থেকে সর্বাধিক ২৫ শতাংশ ব্যয় করতে হবে। তবে এক্ষেত্রে বিশেষ বিষয়টি হল ঋণ নেওয়ার আগে আপনাকে আপনার ব্যবসার আইডিয়া নিয়ে ব্যাংকে জমা করতে হবে। এর পর আপনার ব্যবসার আইডিয়ার ভিত্তিতে ব্যাংক আপনাকে ঋণ দেবে।

কত বছরের জন্য পাবেন ঋণ?

পোল্ট্রি চাষের জন্য SBI থেকে সর্বাধিক ৯ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে। এই ঋণের সুদের হার শুরু হয় ১০.৭৫ শতাংশ থেকে। এই ঋণ দেওয়া হয় ৩ শতাংশ থেকে ৫ বছর মেয়াদে। ঋণ নিলে পুরো কিস্তি পরিশোধ করতে হবে ৩ বছর থেকে ৫ বছরের মধ্যেই।

কিভাবে আবেদন করবেন?

পোল্ট্রি চাষের জন্য ঋণ নিতে কৃষকদের তাদের নিকটস্থ SBI শাখায় যেতে হবে। তার সাথেই নিজেদের চাষের অথবা ব্যবসার আইডিয়া ভালোভাবে বোঝাতে হবে ব্যাংক কর্তাদের। সব ঠিক থাকলে এরপর ব্যাংক কর্মকর্তা তাদের ঋণের সব তথ্য দেবেন। মুরগি পালন শুরু করতে কত খরচ হবে তা উল্লেখ করতে হবে এই ব্যবসার চার্টে। যদি ব্যাঙ্ক আপনার দেওয়া আইডিয়া গ্রহণ করে, তাহলে লোনের পরিমাণ ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে।

Related Articles

Back to top button