দেশের বাইরে থাকেন, কিন্তু SBI-তে অ্যাকাউন্ট খুলতে চান? জানুন কিভাবে সম্ভব
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি অনাবাসী ভারতীয়দের জন্য একটা নতুন সুবিধা নিয়ে এসেছে
ভারতের সবথেকে বড় ব্যাংক এসবিআই কে ভারতের প্রতিটি মানুষ বেশ বিশ্বাস করেন। আপনারা যদি এসবিআই তে একাউন্ট থাকে তবে এই খবর শুনে আপনি হয়তো অত্যন্ত আনন্দিত হবেন। sbi ব্যাংকের তরফে সম্প্রতি একটি নতুন আপডেট নিয়ে আসা হয়েছে যার মাধ্যমে বিদেশে বসবাসকারী ভারতীয়রা এখন ভারতে এস বি আই অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি আপনি বিদেশে থাকেন তাহলে আপনাদের জন্য এটা একটা দারুণ সুযোগ। বলতে গেলে এই আপডেট শুধুমাত্র NRIদের জন্য নিয়ে আসা হয়েছে
আপনাদের জানিয়ে রাখি, NRI ও NRO একাউন্টের জন্য অনেকেই বারবার এসবিআই ব্যাংকের কাছে আবেদন করেছিলেন। এই দাবি মাথায় রেখে এস বি আই অবশেষে তাদের জন্য নিয়ে এসেছি একটা বড় আপডেট। আপনি শুধুমাত্র sbi এর অনলাইন এপ্লিকেশন YONO ব্যবহার করে এই কাজটা করতে পারবেন। এই ডিজিটাল অ্যাপ্লিকেশন এর মাধ্যমে খুব সহজেই বাইরে বসে আপনি ভারতে এসবিআইএ NRO অ্যাকাউন্ট খুলতে পারবেন।
জানিয়ে রাখি sbi ভারতের সবথেকে বড় সরকারি ব্যাংক। এমন পরিস্থিতিতে ব্যাংকের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এখন গ্রাহকদের নতুন অ্যাকাউন্ট খুলতে আর তাড়াহুড়ো করতে হবে না। এই প্রকল্প শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্যই চালু করা হয়েছে এসবিআই এর তরফ থেকে। যাদের এতদিন পর্যন্ত এসবিআই তে অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু এই পদ্ধতিতে একাউন্ট খুলতে পারবেন না। গ্রাহকদের বারবার দাবির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে এসবিআই।