Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৯৮ দিন স্থায়ী হতে পারে করোনার তৃতীয় ঢেউ : রিপোর্ট

Updated :  Thursday, June 3, 2021 3:49 PM

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউতে অতিষ্ঠ গোটা দেশবাসী। প্রতিদিন প্রায় সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছিল দেশজুড়ে। কোথাও জ্বলছিল গণচিতা তো কোথাও চলছিল গণকবর। এরকম ভয়াবহ পরিস্থিতিতে দেশের একাধিক রাজ্যে লকডাউন বা বাধা-নিষেধ ঘোষণা করা হয়েছিল। এর ফলে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও উদ্বেগ এখনও যায়নি। তার মধ্যেই এমন পরিস্থিতিতে আরেক আশঙ্কাজনক রিপোর্ট প্রকাশ করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI। তারা সম্প্রতি করোনার তৃতীয় ঢেউ আসবে দাবি করে জানিয়েছে, এদেশে প্রায় ৯৮ দিন স্থায়ী হবে করোনার তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে টিকাকরণ তৃতীয় ঢেউ প্রতিরোধের একমাত্র উপায়।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে বলা হয়েছে যে তৃতীয় ঢেউয়ের আনুমানিক স্থায়িত্ব হবে ৯৮ দিন। এই ঢেউতে কম বয়স্কদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই সময় সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারে ১৫ থেকে ১৭ বছর বয়সীরা। তাই দ্রুত ছোটদের টিকা করন প্রক্রিয়া চালু করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, করোনা দ্বিতীয় ঢেউয়ের স্থায়িত্ব ছিল আনুমানিক ১০৮ দিন। আগের তুলনায় অনেক বেশি প্রাণঘাতী হতে পারে তৃতীয় ঢেউ। কিন্তু আগে থাকতেই সাধারন মানুষ সাবধান হলে প্রাণনাশের মাত্রা অনেকটাই কমবে।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই মহারাষ্ট্রের আহমেদনগরে একটি পরিসংখ্যান প্রকাশিত হয় যা ছিল সত্যিই উদ্বেগজনক। জানা গিয়েছে মে মাসে ওই জেলায় মোট ৮০০০ শিশু ও কম বয়স্ক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞদের অনুযায়ী ভারতে করোনার তৃতীয় ঢেউতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বা আক্রান্ত হবে শিশু বা কম বয়স্করা। তাই ওই জেলায় এক মাসে ৮০০০ জনের করোনা আক্রান্ত হওয়ার তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত নাকি সেই বিষয়ে সকলে উদ্বেগে রয়েছে।