ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Sbi vs post office fd: এসবিআই নাকি পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট? কোন জায়গায় বিনিয়োগ করলে হবে বেশি লাভ?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট এর মতোই এখন পোস্ট অফিসের ফিক্স ডিপোজিট জনপ্রিয় হয়ে উঠছে

Advertisement

ভারতের সমস্ত ব্যাংক গ্রাহকদের জন্য ফিক্স ডিপোজিট এর সুবিধা দিয়ে থাকে। এই ফিক্সড ডিপোজিট একাউন্টে রাখা টাকা যেকোনো ব্যাংক বহু ক্ষেত্রে ব্যবহার করে থাকে এবং সেই কারণে ফিক্সড ডিপোজিট একাউন্ট ধারীদের আকর্ষণীয় সুদ দিয়ে থাকে যে কোন ব্যাংক। নতুন গ্রাহকের আকৃষ্ট করার জন্য অনেক ব্যাংক সাম্প্রতিক সপ্তাহে তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করেছে। প্রায় দশ মাস আগে ফিক্স ডিপোজিটে যেখানে সুদের হার ছিল গড়ে মাত্র ৫%, সেখানে এখন প্রায় সাত শতাংশের বেশি সুদ দিচ্ছে বেশ কিছু ব্যাংক। এই তালিকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে শুরু করে এইচডিএফসি ব্যাংকের মতো বেসরকারি ব্যাংকগুলিও রয়েছে। ব্যাংক ছাড়া পোস্ট অফিসের টাইম ডিপোজিটগুলি ফিক্সড ডিপোজিট এর মত একটি নিরাপদ বিকল্প হিসেবে বিবেচিত হয়ে থাকে। পোস্ট অফিস টাইম ডিপোজিট এর সুদের হার ত্রৈমাসিক ভিত্তিতে সংশোধন করা হয়। কিন্তু কোথায় টাকা রেখে বেশি লাভ পাওয়া যায়, চলুন জেনে নেওয়া যাক সহজে।

প্রথমে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার কিরকম থাকে সেটা একটু জেনে নেওয়া যাক। এক বছরের ফিক্সড ডিপোজিটে মোটামুটি সুদের হার ৬.৬ শতাংশ হয়। দুবছরের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার হয় ৬.৮%। তিন বছরের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার হয় ৬.৯ শতাংশ এবং পাঁচ বছরের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার থাকে ৭ শতাংশ।

এবার আসা যাক এসবিআই এর ক্ষেত্রে। সাধারণ গ্রাহকরা ৭ দিন থেকে দশ বছরের মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিটে ৩ শতাংশ থেকে ৭.১ শতাংশ সুদ পেয়ে থাকেন। আর প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার .৫% বেশি। ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে এই নতুন হার কার্যকর হয়েছে।

Related Articles

Back to top button