ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কোটি কোটি গ্রাহককে বড় সুবিধা দিল SBI, ৩১ মার্চ পর্যন্ত খুলতে পারবেন এই অ্যাকাউন্ট

এসবিআই উইকেয়ার সিনিয়র সিটিজেন ফিক্স ডিপোজিট প্রকল্পটি স্টেট ব্যাংকের সব থেকে জনপ্রিয় প্রকল্পের মধ্যে একটি

Advertisement

দেশের বৃহত্তম সরকারি ব্যাংক এসবিআই কোটি কোটি গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটা দারুণ সুবিধা। বয়স্ক মানুষদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবারে চালু করে দিয়েছে উইকেয়ার সিনিয়র সিটিজেন এফডি প্রকল্প। এই এফডি প্রকল্পে বিনিয়োগ করলে গ্রাহকরা অনেক বেশি সুদ পাবেন। গ্রাহকরা ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পেতে থাকবেন। ব্যাংক জানিয়েছে, প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে এই প্রকল্প নিয়ে এসেছে সরকার। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবীণ নাগরিকদের জন্য এর আগেও কয়েকটি প্রকল্প নিয়ে এসেছিল। তবে উইকেয়ার এদের মধ্যে সবথেকে ভালো।

এসবিআই উইকেয়ার সিনিয়র সিটিজেন এফডি প্রকল্প ২০২০ সালের মে মাসে চালু করা হয়েছিল এবং সেই সময় এই প্রকল্পের শেষ তারিখ ছিল সেপ্টেম্বর ২০২০। এরপরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই প্রকল্পের মেয়াদ আরো বৃদ্ধি করতে শুরু করে এই প্রকল্পের জনপ্রিয়তার কথা মাথায় রেখে। তারপর থেকে বেশ কয়েকবার এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। মূলত প্রবীণ নাগরিকদের জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্প তাদের জন্যই যাদের স্থায়ী আমানতের উপরে উচ্চ সুদ প্রয়োজন।

প্রবীণ নাগরিকরা এই প্রকল্পে ৩০ BPS সুদের সুবিধা পেয়ে যাবেন। এমনিতেই প্রতিটি প্রকল্পে ৫০ BPS করে অতিরিক্ত সুদ পেয়ে থাকেন প্রবীণ নাগরিকরা। তবে এই প্রকল্পে এর ওপরেও আরও ৩০ বিপিএস সুদ পাওয়া যাবে। অর্থাৎ সবমিলিয়ে সুদের হার হবে ৮০ বিপিএস। এই প্রকল্প শুধুমাত্র সিনিয়র সিটিজেনরাই খুলতে পারবেন। ৫ থেকে ১০ বছরের টার্ম ডিপোজিট করতে পারবেন আপনি। এছাড়াও সাত দিন থেকে দশ বছরের মধ্যে ফিক্স ডিপোজিট খোলা যেতে পারে এই প্রকল্পের মাধ্যমে।

Related Articles

Back to top button