রবিবার নয়, এবার SBI-এর ছুটি থাকবে এই দিন, বদলেছে নিয়ম

সরকারি ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গোভান্ডি শাখা তরফ থেকে একটা নতুন আপডেট নিয়ে আসা হয়েছে। এবারে তাদের সাপ্তাহিক ছুটির দিন পরিবর্তন করা হয়েছে বলে জানা যাচ্ছে। যারা যাচ্ছে এবারে…

Avatar

সরকারি ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গোভান্ডি শাখা তরফ থেকে একটা নতুন আপডেট নিয়ে আসা হয়েছে। এবারে তাদের সাপ্তাহিক ছুটির দিন পরিবর্তন করা হয়েছে বলে জানা যাচ্ছে। যারা যাচ্ছে এবারে রবিবারের পরিবর্তে শুক্রবার করে ব্যাংক বন্ধ থাকবে এবং একইভাবে রবিবার দিন মানুষের জন্য ব্যাংক খোলা থাকবে। এই সপ্তাহে শাখা প্রাঙ্গণের বাইরে এই সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে। এলাকার উত্তরপূর্ব শহরতলীতে এবং এর আশেপাশে বসবাসকারী স্থানীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর সুবিধার কথা মাথায় রেখে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা যাচ্ছে।

স্থানীয় পর্যায়ে নেওয়া এই সিদ্ধান্তের বিষয়ে তাদের মন্তব্যের জন্য এসবিআই এর শীর্ষ আধিকারিকদের এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বিজ্ঞপ্তি অনুসারে এসবিআই তাদের গোভান্ডি শাখার সমস্ত কাজ শুক্রবারে এবং দ্বিতীয় এবং চতুর্থ শনিবারে বন্ধ রাখবে। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংক খোলা থাকবে স্বাভাবিকভাবে। ব্যাংক খোলা থাকবে দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত। দাদরের এসবিআই মিলেনিয়াম শাখা ও হয়তো এই একই নিয়ম গ্রহণ করতে পারে।

তবে জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই শাখার কর্মকর্তারা এই দাবি গ্রহণ করেননি। ঘটনাচক্রে শহর এবং দেশের বিভিন্ন অংশে আরো কয়েকটি ব্যাংকের শাখা গুলিও রবিবার করে অর্ধেক দিন করে কাজ করবে। এটি এই বিশেষ মানুষদের সুবিধা প্রদান করবে যারা সপ্তাহে আসতে সক্ষম হন না এবং শুধুমাত্র রবিবারে বাড়িতে আসতে পারেন।

About Author