Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আর চিন্তা নেই, এবার SBI দিচ্ছে সুবর্ণ সুবিধা

দেশজুড়ে সুখবর নিয়ে এল এসবিআই। আপনি যদি প্রোপার্টি কেনার পরিকল্পনা করছেন তবে আপনার জন্য সুবর্ণ সুযোগ। ভারতের সবথেকে বড়ো ব্যঙ্ক এসবিআইতে ৫ নভেম্বর ২০১৯ থেকে শুরু হচ্ছে মেগা-অকশন। সারা দেশজুড়ে…

Avatar

দেশজুড়ে সুখবর নিয়ে এল এসবিআই। আপনি যদি প্রোপার্টি কেনার পরিকল্পনা করছেন তবে আপনার জন্য সুবর্ণ সুযোগ। ভারতের সবথেকে বড়ো ব্যঙ্ক এসবিআইতে ৫ নভেম্বর ২০১৯ থেকে শুরু হচ্ছে মেগা-অকশন। সারা দেশজুড়ে বিভিন্ন শহর জুড়ে বিভিন্ন জায়গা ও প্রপার্টি নিলাম করবে এসবিআই। এমনকি এই প্রোপার্টি কেনার জন্য এসবিআই দেবে লোন। এমনকি এক নির্দিষ্ট দামে বিক্রি হতে যাচ্ছে প্রোপার্টিগুলি। এই মেগা-অকশনে রেজিষ্টার করার শেষ দিন সোমবার। জেনে নিন এই অকশনে রেজিস্টার করার উপায়।

প্রথমে http://sbi.auctiontiger.net বা www.bankeauction.com ওয়েবসাইটে গিয়ে লগ ইন করুন। তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করুন। registration as an individual or organisation সেলেক্ট করুন। এরপর আপনার কিছু দরকারি তথ্য দিতে হবে। রেজিস্টার বোতামে ক্লিক করার আগে user agreement and privacy policy ভালো করে পড়ে নেবেন। তারপর ক্লিক করুন রেজিস্টার বোতামে। এই অকশনে মাধ্যমে গ্রাহকরা কম দামে ভালো ভালো শহরে প্রোপার্টি কিনতে পারবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author