দেশ জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বেড়ে চলেছে। ইতিমধ্যে ৭৪ জনের সংক্রমণের খবর পাওয়া গেছে। যার মধ্যে দিল্লিরই রয়েছেন ৬ জন। অন্যদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লাদাখে মৃত্যু হয়েছে ১ জনের। দেশের সরকারি হাসপাতালগুলোকে তৈরি করা হচ্ছে যেকোনো পরিস্থিতি সামাল দেওয়ার। করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে দেশ জুড়ে নিজেদের তৈরি রাখার মাঝেই দিল্লিতে করোনাকে মহামারি বলে উল্লেখ করে নির্দেশিকা জারি করেছে। এর আগে অবশ্য হরিয়ানাতেও মহামারি হিসেবে উল্লেখ করে নির্দেশিকা জারি করেছে সরকার।
মহামারি ঘোষণার সঙ্গে সঙ্গে স্কুল, কলেজ ও সিনেমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে এই সমস্ত প্রতিষ্ঠান। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, ‘আগামী ৩১ শে মার্চ পর্যন্ত স্কুল, কলেজ ও সিনেমা হলগুলো বন্ধ থাকবে।’ স্কুল কলেজ বন্ধ থাকলেও পড়াশোনার কোন ক্ষতি করা যাবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরীক্ষা নেই, এমন স্কুল কলেজগুলিই বন্ধ থাকবে, বলে জানিয়েছেন তিনি।
As a precautionary measure to prevent the possibility of spread of COVID-19 amongst our children, Delhi Government has directed immediate closure of all primary schools (Govt/ aided/ private/MCD/NDMC) till 31/3/20
— Manish Sisodia (@msisodia) March 5, 2020
আরও পড়ুন : আরও পড়ুন : ভারতে করোনা ভাইরাসে প্রথম বলি এক বৃদ্ধ
করোনা ভাইরাসের মোকাবিলায় কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, বিষয়ে দিল্লির উপ রাজ্যপাল সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। নগরোন্নয়ন দফতরের খালি ফ্ল্যাটগুলো করোনা আক্রান্তের পরিষেবায় ব্যবহার করার কথা বলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।