নিউজরাজ্য

School Holidays: ডিসেম্বর মাসে বহু দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ, দেখে নিন ছুটির তালিকা

স্কুল বা বোর্ড চাইলে শীতের ছুটি অতিরিক্ত ১০ দিন করে থাকবে

Advertisement

শীতের আমেজ পরে গিয়েছে বাংলাজুড়ে। বেলা বাড়লে তাপমাত্রা বাড়লেও সকালের দিকে লেপ-কম্বল থেকে বের হতে মন যাবে না কারোরই। আর এই ডিসেম্বরের শীতের সকালে ঘুম থেকে উঠে স্কুল কলেজ যাওয়া এবার দুষ্কর হয়ে উঠতে চলেছে পড়ুয়াদের জন্য। তবে খুশির খবর এটাই যে প্রত্যেক বছরের মতোই এই ডিসেম্বর মাসেও রয়েছে প্রচুর ছুটি। বছরের শেষ মাসে অনেক ছুটি থাকায় স্কুল কলেজগুলির পড়ুয়ারা বেশ খুশি। বছরের শেষ মাসে কবে কবে থাকবে ছুটি? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।

চলতি বছরে মেরি ক্রিসমাস বা খ্রিস্টের জন্মদিন বা বড়দিন, ২৫ ডিসেম্বর পড়েছে রবিবার। সেই উইকএন্ড ধরে নিলে চলতি বছরে ডিসেম্বর মাসে স্কুল কলেজ বন্ধ থাকবে প্রায় ১০-১৫ দিন। সাধারণ ছুটির পাশাপাশি বহু স্কুলে শীতে ছুটি হিসাবে স্কুল বন্ধ থাকবে ১০ দিন। তবে এই ছুটি আদেও দেওয়া হবে নাকি, সেটি বোর্ড এবং স্কুল নিজস্ব সিদ্ধান্ত নেবে।

ডিসেম্বর মাসে স্কুল কলেজ ছুটির তালিকা:

  • ৩ ডিসেম্বর: প্রথম শনিবার
  • ৪ ডিসেম্বর: প্রথম রবিবার
  • ১০ ডিসেম্বর: দ্বিতীয় শনিবার
  • ১১ ডিসেম্বর: দ্বিতীয় রবিবার
  • ১৭ ডিসেম্বর: তৃতীয় শনিবার
  • ১৮ ডিসেম্বর: তৃতীয় রবিবার
  • ২৪ ডিসেম্বর: চতুর্থ শনিবার এবং ক্রিসমাস ইভ
  • ২৫ ডিসেম্বর: চতুর্থ রবিবার এবং বড়দিন
  • ৩১ ডিসেম্বর: পঞ্চম শনিবার ও নিউ ইয়ারস ইভ

Related Articles

Back to top button