এবারের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গিয়েছে। একাদশ শ্রেণীতে কে কোন বিষয়ে পড়াশুনা করবে সেটা ঠিক করতে হবে। সায়েন্সের ব্যাপারে অনেকের আগ্রহ থাকে। অনেকেই মনে করেন সায়েন্স নিয়ে পড়াশুনা করা সবথেকে ভালো। কিন্তু ইচ্ছা থাকলেই তো আর উপায় হয় না. যে কোনো বিষয়ে ভর্তি হওয়ার জন্য নূন্যতম নম্বর থাকা দরকার। সায়েন্সের ক্ষেত্রেও মিনিমান নম্বর থাকতে হবে।
২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরই হয়েছে বড়সড় পরিবর্তন এসেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। উচ্চমাধ্যমিক পরীক্ষায় চালু হতে চলেছে সেমেস্টার পদ্ধতি। কলেজের ধাঁচে দুটি ভাগে ভাগ করে নেওয়া হবে পরীক্ষা। সিলেবাসেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। বাড়ানো হচ্ছে মোট বিষয়ের সংখ্যা। ৬০-এর পরিবর্তে মোট বিষয় হবে ৬২ টি। বিষয় বেছে নেওয়ার জন্য থাকবে তিনটি সেট।
কিন্তু প্রশ্ন হল, মাধ্যমিকের রেজাল্টে কত নম্বর থাকলে সায়েন্স নেওয়া যাবে?
বায়ো সায়েন্স নিতে হলে জীবনবিজ্ঞান বিষয়ে নূন্যতম ৩৫ শতাংশ নম্বর থাকতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, অ্যাকাউন্ট্যান্সি, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, স্ট্যাটিস্টিক্স, অংক নিয়ে পড়াশুনা করতে চাইলে অন্তত ৩৫ শতাংশ নম্বর থাকা আবশ্যক। ভৌতবিজ্ঞানে ৩৫ শতাংশ নম্বর থাকলে পদার্থবিদ্যা এবং রসায়ন নিতে পারবেন। ভূগোলে ৩৫ পেলে নিতে পারবেন ভূগোল বিষয়।