আন্তর্জাতিকনিউজ

অবিকল আরেকটা পৃথিবীর সন্ধান পেলেন বিজ্ঞানীরা, ৩৭৮ দিনে বছর শেষ হয় এখানে

Advertisement

বিশ্ব মহামারি, প্রাকৃতিক বিপর্যয়, আবহাওয়ার দ্রুত পরিবর্তনের ফলে পৃথিবী মানুষের বসবাসের অনুপযোগী হয়ে উঠছে কিনা, এ বিষয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে প্রতিনিয়ত। এই গবেষণার এখনও কোন উত্তর না মিললেও, বিজ্ঞানীরা মানুষের বসবাসযোগ্য গ্রহের সন্ধান চালিয়ে যাচ্ছেন। হন্যে হয়ে আরেকটি পৃথিবীর খোঁজ করে চলেছে মানুষ।

বিজ্ঞানীদের সেই অনুসন্ধান সাফল্যের মুখ দেখতে চলেছে এবার। ইতিমধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডে অবিকল আরেকটি পৃথিবীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সৌরজগতের দুই গ্রহ পৃথিবী ও বৃহস্পতির মাঝখানে কোন এক জায়গায় অবস্থান করছে এই পৃথিবীর সূর্য। হুবহু পৃথিবীর মতো বৈশিষ্ট্য যুক্ত এই গ্রহটির নাম কেওআই -৪৫৬.০৪।

শুধু বৈশিষ্ট্যের দিক থেকেই নয়, এই গ্রহটির আকার ও আয়তন হুবহু পৃথিবীর মতোই। এর আগে পৃথিবীর মতো বেশ কয়েকটি গ্রহের সন্ধান মিলেছিল। সেগুলি পৃথিবীর থেকে বহুগুণ বড় ছিল। তাদের অবস্থানও ছিল পৃথিবীর থেকে বহু দূরে। কিন্তু এবার যে গ্রহের সন্ধান মিলেছে তা পৃথিবীর সমতুল্য এবং পৃথিবীর খুব কাছেই অবস্থিত।

এই গ্রহের প্রাণকেন্দ্রে অবস্থিত নক্ষত্রটির নাম কেপলার ১৬০। সূর্যের মতোই এরও সৌরজগৎ রয়েছে। যার গ্রহের সংখ্যা তিনটি। অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় জানা গেছে, কেওআই ৪৫৬.০৪ নামের এই গ্রহটি তার নক্ষত্রকে ৩৭৮ দিনে একবার প্রদক্ষিণ করে। এই গ্রহের সমস্ত আলোর ৯৩ শতাংশের উৎস কেপলার ১৬০ নামের নক্ষত্রটি। পৃথিবী থেকে মাত্র ৩ হাজার আলোকবর্ষ দূরে অবস্থান করছে এই গ্রহটি।

Related Articles

Back to top button