শ্রেয়া চ্যাটার্জি : উপরের লেখাটা দেখে ভাবছেন তো! এমন আবার জায়গা হয় নাকি যে যেখানে প্রাণের সন্ধান পাওয়া যায়নি, হ্যাঁ এমন জায়গা আছে। এটি হলো ইথিওপিয়ার এ ডালালের ভূতাপীয় এলাকা। আমরা এতদিন জেনে এসেছি, জল মানে সেখানে প্রাণ থাকবে, কিন্তু এক্ষেত্রে এখানে যে অংশটি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, সেখানে প্রচুর জল কিন্তু প্রাণ নেই।
চারিদিকে জল আর জল থাকলেও কেন প্রাণ নেই? এর উত্তরে বিজ্ঞানীরা বলেছেন, এর পুরোটাই হল লবণাক্ততা, নোনাজল অর্থাৎ স্যালাইন ওয়াটার। হাইপার এসিডিক গরম জল। এইখানে কোন প্রাণী মানিয়ে নিয়ে থাকতে পারে না। পৃথিবীতে যারা খুব চরম পরিস্থিতি ও খাপ খাইয়ে নিতে পারে যেমন বিশেষ করে কিছু অনুজীব তাদের পক্ষেও এই জায়গাটি উপযুক্ত নয়।
এই এলাকাটি একটি আগ্নেয়গিরির উপরে অবস্থিত। আগ্নেয়গিরি থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়, যা এইখানকার জলের মধ্যে মিশে যায়, যার ফলে যে শুধু লবণাক্ত নয়, বিষাক্ত গ্যাস এই অঞ্চলটিকে জীব শুন্য করে তুলেছে।
এখানকার জলের মধ্যে কোন প্রাণের সঞ্চার না হলেও জলভাগের উপরে যে স্থলভাগ রয়েছে সেখানে কিছু মাইক্রোঅরগানিজম পাওয়া যায়। অতিরিক্ত উত্তাপ এবং জলের মধ্যে প্রচুর পরিমাণে লবণাক্ততা এবং আগ্নেয়গিরির বিষাক্ত গ্যাসের জন্য এখানে কোন রকম জীব থাকতে পারে না।