কলকাতানিউজ

আগামি তিন দিন বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল, জেনে নিন বিকল্প পথ

Advertisement

আগামী ২, ৩ ও ৪ অক্টোবর বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল। ইতিমধ্যেই সাধারণ মানুষের কথা ভেবে শিয়ালদহ উড়ালপুল বন্ধ থাকার বিকল্প রাস্তা দিয়ে ওই রুটের কোন গাড়ি চলাচল করবে তা-ও জানিয়ে দেওয়া হয়েছে। ব্রিজের নীচ দিয়ে লাইন পাতার কাজ সেরে ফেলতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ তাই শিয়ালদহ ফ্লাই ওভারের নীচ দিয়ে লাইন পাতার সময়ে যাতে কোন বাজে ঘটনা না ঘটে সে ব্যাপারেও সতর্ক থাকা হচ্ছে বলে মেট্রো সূত্রের খবর।

কলকাতা দক্ষিণ থেকে এজেসি বোস রোড হয়ে শিয়ালদহ স্টেশনের দিকে যে গাড়িগুলি আসে সেগুলি চললেও কলকাতা উত্তর থেকে এপিসি রোড হয়ে যে গাড়িগুলি আসে সেগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে।

রাজাবাজার ক্রসিং থেকে নারকেল ডাঙা মেন রোড, ফুলবাগান ক্রসিং, আর এল মিত্র রোড, বেলেঘাটা মেন রোড হয়ে শিয়ালদহ স্টেশন কমপ্লেক্সে ঢুকবে ওই সকল গাড়ি। আবার পূর্বমুখী যেসব বাস মিনিবাসের টার্মিনাস পয়েন্ট বেলেঘাটা বরফকলের কাছে সেগুলিকে সাময়িক ভাবে রাজাবাজার ট্রামডিপোয় রাখা হবে।

Related Articles

Back to top button