মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একশ্রেণীর মানুষ, অভিযোগ শিক্ষামন্ত্রীর
মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন বাংলার প্রশ্নপত্র ‘লিক’ হওয়া নিয়ে মুখ পুড়েছে রাজ্যের। গত বছরের সাতে সাতের রেকর্ডকে টেক্কা দিয়ে দ্বিতীয় ও তৃতীয় দিনে ইংরেজি এবং ভূগোলেও প্রশ্নপত্র ‘লিক’ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই চাপ বাড়ে মধ্যশিক্ষা পর্ষদের ওপর। চাপে পড়ে বিবৃতি দেন শিক্ষামন্ত্রীও। এর আগে তিনি সংবাদমাধ্যমে জানান, ‘পরীক্ষা শুরু আধ ঘন্টা পর কেউ হোয়াটসঅ্যাপে প্রশ্ন ছড়িয়ে দিলে কী করা যেতে পারে?’
তবে পর্ষদের দাবি ইংরেজি ও ভূগোলের প্রশ্ন হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছিল তার সঙ্গে পরীক্ষার প্রশ্নের কোন মিল নেই। অভিযোগ, পর্ষদ ও রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসা ছড়াতেই এক শ্রেণীর মানুষ প্রশ্ন ‘লিকের’ ভুয়ো খবর ছড়াচ্ছে। সেই একই সুর শোনা গেল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গলাতেও। মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ‘লিক’ নিয়ে ওঠা অভিযোগের উত্তর দিতে গিয়ে তিনি জানান, ‘এখনও পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে। কিছু মানুষ পরীক্ষা নিয়ে স্যোশাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে আমাদের সাইবার ক্রাইম বিভাগ সক্রিয় রয়েছে।’ বিভ্রান্তি থেকে দূরে থাকার জন্য অভিভাবকদের অনুরোধ জানান তিনি।
আরও পড়ুন : রাজ্যে ফের আবহাওয়ার পরিবর্তন, আগামী ২৪ ঘণ্টার জন্য বড়সড় আপডেট দিল হাওয়া অফিস
একইসঙ্গে তিনি আরও জানান, ‘পরীক্ষার্থীদের জন্য সরকার সবসময় মানবিক। অনেকেই অসুবিধার কারণে হাসপাতাল থেকেও পরীক্ষা দিচ্ছে।’ তবে পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকার জন্য এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।