Today Trending Newsক্রিকেটখেলা

ফের ব্যর্থ অধিনায়ক কোহলি, দ্বিতীয় টেস্টে চার উইকেট পড়ে চাপে ভারত

Advertisement

নিউজিল্যান্ড ও ভারতের মধ্যে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ ক্রাইস্টচার্চে খেলা হচ্ছে। দ্বিতীয় টেস্টে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ভারতের শুরুটা মোটেই ভালো হয়নি হয়নি। ইনিংসের শুরুতেই মায়াঙ্ক আগরওয়াল মাত্র ৭ রান করেই বোল্টের বলে আউট হয়ে যান। এরপর পূজারার সাথে পৃথ্বী শ ভারতের ইনিংস সামলান।

পৃথ্বী ৫৪ রান করে জেমিসেনের বলে ক্যাচ আউট হন। অধিনায়ক বিরাট কোহলি এই ম্যাচেও রান পেলেন না। ব্যক্তিগত তিন রানের মাথায় সাউদির বলে এলবিউব্লিউ হন কোহলি। কোহলি আউট হওয়ার পর অজিঙ্ক রাহানেও সাউদির বলে আউট হয়ে যান। এরপর পূজারার সাথে হনুমা বিহারী ইনিংস সামলান। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের রান ১৫৮, চার উইকেটের বিনিময়ে।

আরও পড়ুন : IPL-এ ডেভিড ওয়ার্নাকে নিয়ে বড়সড় আপডেট দিল সানরাইজার্স হায়দ্রাবাদ

এদিন সকালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারত এদিন দলে দুটো পরিবর্তন করে। ইশান্ত শর্মার জায়গায় উমেশ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় রবীন্দ্র জাদেজাকে দলে নেওয়া হয়। চেতেশ্বর পুজারা নিউজিল্যান্ডের মাটিতে এদিন নিজের প্রথম হাফ সেঞ্চুরিটি করেন।

Related Articles

Back to top button