দেশনিউজ

করোনা সংক্রমণে মুখ্যমন্ত্রীর ৭ দাওয়াই, দেখুন একনজরে

Advertisement

গতকাল নরেন্দ্র মোদী করোনা ভাইরাস থেকে মোকাবিলার জন্য সাতটি গুরুত্বপূর্ণ দাওয়াই দিয়েছেন। আজ করোনা সংক্রমণ এড়ানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু পরামর্শ দিয়েছেন। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘খেলরত্ন’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমজনতার উদ্দেশ্যে করোনা নিয়ে বেশ কিছু কথা বলেছেন।

বর্তমানে করোনা থেকে বাঁচতে সব জমায়েত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যের সিনেমা হল, স্কুল সব বন্ধ রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। তবুও আজ এই খেলরত্ন অনুষ্ঠান বাতিল করার কোনও উপায় ছিল না বলে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের শুরুতেই তা জানান।

আরও পড়ুন : জ্বর হলে ১৪ দিনের ছুটি, জানালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী করোনা রুখতে যে যে দাওয়াই গুলি দিয়েছেন, সেগুলি হল –

১) মুখ ঢেকে হাঁচি ও কাশি দেবেন।

২) হাত মেলানোর পরিবর্তে হাত জোর করে নমস্কার করুন।

৩) মুখের সামনে কথা না বলে অন্তত ৫ মিটার দূর থেকে কথা বলুন।

৪) ১৪-২৭ দিন বিশ্রাম নিন।

৫) কাঁচা খাবার খাবেন না।

৬) নখ পরিষ্কার রাখুন। ২০ সেকেন্ড অন্তত সাবান দিন। হাতের মাঝখানে ভালো করে সাবান দিতে বলেছেন তিনি।

৭) আতঙ্কিত হবেন না এবং আতঙ্ক ছড়াবেন না।

তবে মুখ্যমন্ত্রী নিজেও একটু চিন্তিত আছেন। কারণ এর কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি বলে। তিনি আরো বলেছেন যে কোনোরকম সন্দেহ হলে বেলেঘাটা আইডি হাসপাতালে গিয়ে পরীক্ষা করতে। সাবধানে থাকতে বলেছেন এবং কোনো রকম অসুস্থতা বোধ করলেই বাড়িতে বিশ্রাম নেবার পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে সবাইকে অনেকদিন বাঁচতে হবে তাই সুস্থভাবে জীবন কাটানোই ভালো।

Related Articles

Back to top button