মানুষের মনে এখন একটাই প্রশ্ন কবে লকডাউন উঠবে? পুরোপুরি কি লকডাউন উঠে যাবে? নাকি কিছু কিছু অংশে ছাড় মিলবে? কেন্দ্রের ঘোষণা অনুযায়ী আগামী ৩ মে পর্যন্ত দেশে জারি থাকবে লকডাউন। কেন্দ্র দেশের বিভিন্ন জায়গাতে সংক্রমণের ভিত্তিতে রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন জোনে ভাগ করে দিয়েছে। কেন্দ্রের হিসাব অনুযায়ী ৭৩৩ টি জেলার তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় রয়েছে দেশের ১৩০ টি রেড জোন। এই রেড জোনে লকডাউনের বেশি কড়াকড়ি থাকবে বলে মনে করা হচ্ছে। তবে বাকি জোনগুলিতে অল্প কিছু ছাড় মিলতে পারে।
কেন্দ্রের এই তালিকায় পশ্চিমবঙ্গের কোন কোন জেলা রয়েছে, দেখে নিন –
কলকাতা- রেড জোন
হাওড়া- রেড জোন
উত্তর ২৪ পরগনা- রেড জোন
দক্ষিণ ২৪ পরগনা – রেড জোন
পূর্ব মেদিনীপুর- রেড জোন
পশ্চিম মেদিনীপুর- রেড জোন
দার্জিলিং – রেড জোন
কালিম্পঙ – রেড জোন
জলপাইগুড়ি – রেড জোন
মালদা – রেড জোন
হুগলি – অরেঞ্জ জোন
পশ্চিম বর্ধমান – অরেঞ্জ জোন
পূর্ব বর্ধমান – অরেঞ্জ জোন
নদীয়া – অরেঞ্জ জোন
মুর্শিদাবাদ – অরেঞ্জ জোন
উত্তর দিনাজপুর – গ্রিন জোন
দক্ষিণ দিনাজপুর – গ্রিন জোন
বাঁকুড়া – গ্রিন জোন
বীরভূম – গ্রিন জোন
আলিপুরদুয়ার – গ্রিন জোন
ঝাড়গ্রাম – গ্রিন জোন
পুরুলিয়া – গ্রিন জোন
কোচবিহার – গ্রিন জোন