পুরোনো ২ টাকার কয়েন বিক্রি করে পাবেন ৫ লাখ টাকা, কিভাবে বিক্রি করবেন? জেনে নিন চটপট

পুরনো নোট একঝলকে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে

Advertisement

Advertisement

বিশ্ববাজারে পুরনো নোট অনেক চড়া দামে বিক্রি হয়। আপনি ঘরে বসেই হয়ে যেতে পারেন লাখপতি বা কোটিপতি। আপনার অজান্তেই হয়তো আপনার কাছে টাকা বা কয়েন রয়েছে, যা আপনার জীবন বদলে দিতে পারে। এমনিতেও করোনার পর থেকে অনেকেই দারিদ্রতার সাথে জীবন কাটাচ্ছেন। তাদের জন্য এই পুরনো নোট বিক্রি করা এক সুবর্ণ সুযোগ। আপনার বাড়িতে যদি ব্রিটিশ আমলের পুরনো নোট থেকে থাকে, তাহলে কোনদিন তা ফেলে দেওয়ার চিন্তাও করবেন না। পুরনো ওই সমস্ত নোট একঝলকে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। কি করে পুরনো নোট বিক্রি করে লক্ষ লক্ষ টাকা পেয়ে যেতে পারেন জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

২ টাকার কয়েন থাকলেই ধনী হবেন

আপনাদের জানিয়ে রাখি সম্প্রতি একটি খবর সামনে এসেছে যে ২ টাকার একটি কয়েন বিক্রি করে আপনি অনেক টাকা উপার্জন করতে পারেন। এই ২ টাকার কয়েন যদি আপনার কাছে থাকে তাহলে আপনি রাতারাতি ধনী হয়ে যেতে পারেন। আপনি অনলাইন পোর্টালে এই কয়েন বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন। কিন্তু কি এমন বিশেষত্ব রয়েছে ওই পুরনো ২ টাকার কয়েনে? বিশ্ববাজারে এই সমস্ত মুদ্রার ব্যাপক চাহিদা রয়েছে।

Advertisement

২ টাকার কয়েনের বিশেষত্ব

আজকের এই প্রতিবেদনে যেই কয়েনের কথা বলা হচ্ছে তা ১৯৯৮ সালের। এই মুদ্রায় দেশের মানচিত্র তৈরি করা হয়েছে। সেই সঙ্গে এতে তৈরি করা হয়েছে তেরঙা। আপনি সহজেই একটি অনলাইন পোর্টালে বিক্রি করে একটি ভাল পরিমাণ উপার্জন করতে পারেন। এই ১৯৯৮ সাল সিরিজের ২ টাকার কয়েন বেশ ভালো টাকায় বিক্রি হয়। আপনি এই কয়েন বিক্রি করে ৫ লাখ টাকা আয় করতে পারবেন। বর্তমান সময়ে ইবে, কয়েন বাজার, কুইকার এর মতো সাইট পাওয়া যায়। যেখানে আপনি অনলাইনে আপনার অনন্য কয়েন বিক্রি করে সহজেই কোটিপতি হতে পারেন।

Advertisement

কয়েন বিক্রি করার পদ্ধতি

১) আপনি www.quikr.com- এ পুরানো কয়েন এবং কারেন্সি বিক্রি করতে পারেন। এর জন্য আপনাকে প্রথমে এই সাইটে লগ ইন করতে হবে।

২) লগ ইন করার পর, “পোস্ট ফ্রি অ্যাড” ক্লিক করুন।

৩) আপনার কাছে থাকা কয়েনের দুই পাশের ছবি তুলে আপলোড করতে হবে।

৪) তারপর আপনাকে মূল্য নির্ধারণ করতে হবে এবং পোস্টে বলতে হবে আপনি কত টাকায় বিক্রি করতে চান।

৫) আপনার মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিন। এছাড়াও, সেই মুদ্রার বিশেষত্ব কী তা সংক্ষেপে ব্যাখ্যা করুন। যাদের আপনার কয়েন পছন্দ হবে, তারা আপনার সাথে মোবাইল বা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে নেবে।

Recent Posts