করোনা ক্রমশ ভয়াবহ আকারে নিচ্ছে। ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬৯-এ দাঁড়িয়েছে। ইতিমধ্যে ভারতে ৪জনের মৃত্যু হয়েছে। সরকার বারবার মানুষ কে প্যানিক করতে বারণ করছেন। আজ রাতে করোনা মোকাবিলার বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন।
মোদির এই ভাষণের পূর্বেই কেন্দ্রের প্রেস ইনফরমেশন পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আগামী ২২ মার্চের পর থেকে ভারতে কোনও আন্তর্জাতিক বিমান নামানো হবে না। আগামী ১ সপ্তাহ পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে।
আরও পড়ুন : সরকারি কর্মচারীদের বিশেষ বার্তা, করোনা এড়াতে বাড়তি সতর্কতা কেন্দ্রের
কর্মীদের হাজিরাও নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেবেন কেন্দ্রের বিভাগীয় প্রধান। নির্দেশিকাতে ৬৫ বছরের ঊর্ধ্বে ও ১০ বছরের নিচে শিশুদের বাড়িতে থাকতে বলা হয়েছে। এছাড়া বেসরকারি সংস্থার কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। মোদী-র ভাষণের অপেক্ষায় আছে গোটা দেশ। তিনি করোনা নিয়ে নতুন কি বলবেন সেটাই এখন আলোচ্য বিষয়।