প্রবীণ নাগরিকদের জন্য ভারতীয় রেলওয়ে নিয়ে এলো নতুন একটা পরিকল্পনা। এবারে ট্রেনের টিকিটের ভাড়ায় ৫০ শতাংশ ডিসকাউন্ট পেতে পারেন প্রবীণ নাগরিকরা। ভারতীয় রেল শীঘ্রই প্রবীণ নাগরিকদের ছাড় ফিরিয়ে আনতে পারে বলে জানা যাচ্ছে। এই ছাড় করোনা মহামারীর সময় বন্ধ হয়ে গিয়েছিল। তবে এবারে প্রবীণ নাগরিকদের কথা বিচার করে আবারো নতুন করে ছাড় পুনর্বহাল করার ঘোষণা করেছে ভারতীয় রেলওয়ে। স্লিপার ক্লাস এবং থার্ড এসিতে প্রবীণ নাগরিকদের দেওয়া টিকিটের ভাড়ায় আবারো ছাড় ফিরিয়ে আনার দাবি উঠেছে। জানা যাচ্ছে এই সমস্ত বিভাগে আবারও ছাড় আসতে চলেছে। ২০২২ সালের ডিসেম্বরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়টা মোটামুটি স্পষ্ট করে দিয়েছিলেন। তবে হ্যাঁ ডিসকাউন্ট কিছুটা পাওয়া গেলেও সেই আগের মত ডিসকাউন্ট এখন পাওয়া যাবে না। মন্ত্রী জানিয়েছিলেন রেলের ব্যয়ের বোঝা এখন অনেকটা বেশি। সেই কারণেই ছাড় দেওয়া সম্ভব হচ্ছে না তেমনভাবে।
রেলপথ মন্ত্রক থেকে প্রাপ্ত তথ্য অনুসারে রেলে ভ্রমণকারী সমস্ত নাগরিক ট্রেনে ৫৩ শতাংশ ছাড় পেয়ে থাকেন। এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থী এবং রোগীরা আরো অনেক বেশি ছাড়পান। প্রবীণ নাগরিকরা ২০২০ সালের মার্চ মাসে এবং তার আগে পর্যন্ত এই ছাড় পেতেন। তবে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকেই এই ছাড় বন্ধ করে দেওয়া হয় ভারত সরকারের তরফ থেকে। এখন করোনাভাইরাস থেকে অনেকটাই দূরে রয়েছে ভারত। ভারতে করোনাভাইরাসের নতুন কেস খুবই কম। আর্থিক উন্নতিও হয়েছে ভারতের। এই কারণেই আবারও ওই ছাড় নিয়ে আসার দাবি উঠেছে।
রেলওয়ে কর্তৃক একটি প্রতিবেদনের মাধ্যমে জানানো হয়েছে, ভারতীয় রেলওয়ে ৬০ বছর বা তার বেশি বয়সী পুরুষদের ৪০ শতাংশ ছাড় এবং ন্যূনতম ৫৮ বছর এবং তার বেশি বয়সের মহিলাদের ৫০ শতাংশ ছাড় দিয়ে থাকে। আপনাদের জানিয়ে রাখি সমস্ত মেইল ট্রেন এক্সপ্রেস রাজধানী শতাব্দী দুরন্ত ট্রেনের টিকিটে এ ছাড় পাওয়া যেত এতদিন। তবে এখন এই ছাড় আবারও পাওয়া যাবে কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে।।
Key Points Jeff Garcia, the voice actor behind Sheen Estevez in Jimmy Neutron, has died…
Key Points A$AP Rocky publicly referred to himself as a “loving husband” in a new…
Key Points Pete Alonso is finalizing a five-year, $155 million contract with the Baltimore Orioles…
Key Points Pete Alonso has signed a record-setting contract with the Baltimore Orioles The deal…
Key Points The Los Angeles Dodgers signed Edwin Díaz to a three-year, $69 million contract…
Miley Cyrus’ recent engagement to musician Maxx Morando has sparked renewed conversation around her past…