মোদী সরকার বরাবরই সিনিয়র সিটিজেনদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের জন্য নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করে আসছে। সম্প্রতি, সরকারের পক্ষ থেকে ৭০,৫০০ টাকা মাসিক আয়ের একটি নতুন ঘোষণা করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই আয়ের উৎস হলো সরকার কর্তৃক চালু করা বিভিন্ন সরকারি স্কিম। এই স্কিমগুলোতে অর্থ বিনিয়োগ করে সিনিয়র সিটিজেনরা নিয়মিত আয়ের ব্যবস্থা করতে পারেন। কি করে স্কিমের মাধ্যমে মাসে ৭০ হাজার টাকার বেশি আয় করবেন, তা জানতে চাইলে আপনাকে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে।
বর্তমানে, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), পোস্ট অফিস মাসিক আয় স্কিম (POMIS), মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র (MSSC) এবং প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা যোজনা (PMVVY) এর মতো অনেক সরকারি প্রকল্প চালানো হচ্ছে, যাতে আপনি বিনিয়োগ করতে পারেন। SCSS স্কিমে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় এবং ৮% হারে সুদ পাওয়া যায়। POMIS স্কিমে ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় এবং ৭.১% হারে সুদ পাওয়া যায়। অন্যদিকে MSSC স্কিমটি শুধুমাত্র মহিলাদের জন্য এবং ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এতে সুদের হার ৭.৫%। আর PMVVY স্কিমে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় এবং ৭.৪% হারে সুদ পাওয়া যায়।
ধরা যাক, একজন সিনিয়র সিটিজেন এই সকল স্কিমে মোট ১.১ কোটি টাকা বিনিয়োগ করেছেন। সে মাসিক SCSS স্কিমে ২৪,০০০ টাকা, POMIS স্কিমে ৬,৩৯০ টাকা, MSSC স্কিমে ১৫০০ টাকা এবং PMVVY স্কিমে ২২,২০০ টাকা আয় করবেন। তাঁর মোট মাসিক আয় হব ৭৪,০৯০ টাকা। তবে এই স্কিমগুলোতে বিনিয়োগের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম-কানুন রয়েছে। এতে সুদের হার পরিবর্তন হতে পারে। তবে মোদী সরকারের বিভিন্ন সরকারি স্কিম ব্যবহার করার মাধ্যমে সিনিয়র সিটিজেনরা ৭০ হাজার টাকার বেশি মাসিক আয়ের সুযোগ পেতে পারেন।